০৫:০২ অপরাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়া-৪ আসনের নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের নৌকা প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জের একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে৷ কুমারখালী উপজেলার ৬ নং চাপড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মীর মোশারফ হোসেনের বাস্তভিটা লাহিনী পাড়ায় নৌকার ক্যাম্পে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।  এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের সমর্থক ও নৌকার সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা হয়। তারই জের ধরে নৌকার ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছে নৌকার সমর্থকরা। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। এলাকাবাসী জানান, শুক্রবার রাতে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার সৃষ্টি হয়। সেসময় আইন-শৃঙ্খলা বাহিনী এসে দুই পক্ষকে শান্ত থাকার জন্য অনুরোধ করে। পরে তারা চলে যায়। শনিবার সকালে নৌকার সমর্থকেরা দেখতে পান তাদের ক্যাম্পের প্যান্ডেলে আগুন দেয়া হয়েছে। তবে কে বা কারা এটা করেছে তা এখনো শনাক্ত করা হয়নি৷ ঘটনার পরপরই কুমারখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  এ বিষয়ে চাপড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মঞ্জুর সাথে কথা হলে তিনি সবুজ বাংলাকে বলেন, ‘নৌকার ক্যাম্প পোড়ানোর ঘটনা শোনার সাথে সাথে আমি ঘটনাস্থলে গিয়েছি৷ সঙ্গে সঙ্গে আমি অতিরিক্ত পুলিশ সুপার, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ও কুমারখালীর উপজেলা নির্বাহী অফিসার কে বিষয়টি জানিয়েছি। আমার ইউনিয়নে এই প্রথম ক্যাম্প পোড়ানো হয়েছে। এমন ঘটনা যে বা যারাই করুক না কেন খুবই দুঃখজনক।’ তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবী জানান।  এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম সবুজ বাংলাকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ নির্বাচন কমিশনকে জানাবো। তারা যে নির্দেশনা দেবেন সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’  এ বিষয়ে  কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জ সবুজ বাংলাকে বলেন, ‘বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। তারা দ্রুতই ব্যবস্থা নেবেন আশা করি।’

রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে পরিচয় ফিরে পেলেন ৮ জুলাই শহীদ

কুষ্টিয়া-৪ আসনের নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

আপডেট সময় : ০১:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের নৌকা প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জের একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে৷ কুমারখালী উপজেলার ৬ নং চাপড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মীর মোশারফ হোসেনের বাস্তভিটা লাহিনী পাড়ায় নৌকার ক্যাম্পে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।  এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের সমর্থক ও নৌকার সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা হয়। তারই জের ধরে নৌকার ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছে নৌকার সমর্থকরা। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। এলাকাবাসী জানান, শুক্রবার রাতে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার সৃষ্টি হয়। সেসময় আইন-শৃঙ্খলা বাহিনী এসে দুই পক্ষকে শান্ত থাকার জন্য অনুরোধ করে। পরে তারা চলে যায়। শনিবার সকালে নৌকার সমর্থকেরা দেখতে পান তাদের ক্যাম্পের প্যান্ডেলে আগুন দেয়া হয়েছে। তবে কে বা কারা এটা করেছে তা এখনো শনাক্ত করা হয়নি৷ ঘটনার পরপরই কুমারখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  এ বিষয়ে চাপড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মঞ্জুর সাথে কথা হলে তিনি সবুজ বাংলাকে বলেন, ‘নৌকার ক্যাম্প পোড়ানোর ঘটনা শোনার সাথে সাথে আমি ঘটনাস্থলে গিয়েছি৷ সঙ্গে সঙ্গে আমি অতিরিক্ত পুলিশ সুপার, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ও কুমারখালীর উপজেলা নির্বাহী অফিসার কে বিষয়টি জানিয়েছি। আমার ইউনিয়নে এই প্রথম ক্যাম্প পোড়ানো হয়েছে। এমন ঘটনা যে বা যারাই করুক না কেন খুবই দুঃখজনক।’ তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবী জানান।  এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম সবুজ বাংলাকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ নির্বাচন কমিশনকে জানাবো। তারা যে নির্দেশনা দেবেন সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’  এ বিষয়ে  কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জ সবুজ বাংলাকে বলেন, ‘বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। তারা দ্রুতই ব্যবস্থা নেবেন আশা করি।’