মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্রপ্রার্থী জাহিদ আহমেদ টুলুর এক সমর্থককে ১০
হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সিংগাইর উপজেলা সহাকরী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের
বিচারক আব্দুল কাইয়ুম খান ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে আব্দুল কদ্দুস মিয়া নামের
এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় প্রায় তিন কাটুন গোসল করার সাবান উদ্ধার
করা হয়।
দন্ডিত আব্দুল কদ্দুস মিয়ার বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের উত্তর
গোলাইডাঙ্গা এলাকায়।
ভ্রাম্যমান আদালতসূত্রে জানা যায়,নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্রপ্রার্থী জাহিদ
আহমেদ টুলুর কর্মী রফিকুল ইসলামের বাড়িতে ভোটারদের ঘুষ দেওয়ার জন্য গোসলের সাবান মজুক
করা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গোলাইডাঙ্গা এলাকার রফিকুল ইসলামের বাড়িতে
অভিযান পরিচালনা করা হয় এবং প্রায় তিন কাটুন গোসলের দামি সাবান উদ্ধার করা হয়। কিন্তু
অভিযানের খবর পেয়ে রফিকুল ইসলাম পালিয়ে গেলেও তার বাবা আব্দুল কদ্দুস মিয়া ধরা পড়ে। এরপর
জিজ্ঞাসাবাদের ভোটারদের জন্য মজুত করা সাবান ও আচারণবিধি লঙ্ঘনের কথা স্বীকার করেন
আব্দুল কদ্দুস মিয়া।
নামপ্রকাশ্যে একাধিক ব্যক্তি জানান, আওয়ামী লীগের স্বতন্ত্রপ্রার্থী জাহিদ আহমেদ টুলুর
সমথৃক স্থানীয় বলধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের
সহসভাপতি আব্দুল মাজেদ খান। ভেটারদের দেওয়ার জন্য কয়েকদিন আগে আব্দুল মাজে খানের
নির্দেশে তার ছেলে আশরাফ হোসেন খান গোপনে উত্তর গোলাইডাঙ্গা এলাকার স্বতন্ত্রপ্রার্থীকের
আরেক কর্মীকে তিন কাটুন দামি গোসলের সাবান দেন। ওই সাবনের জন্যই আব্দুল কদ্দুস মিয়াকে
জরিমানা করেছে।
ভোটাদের দেওয়ার জন্য স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর (ট্রাক মার্কা) সমর্থক
উত্তর গোলাইডাঙ্গা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রফিকুলকে বলধারা ইউনিয়নের চেয়ারম্যান ও
সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ খানের ছেলে আশরাফ প্রায়
তিন কার্টন সাবান দেন।
আব্দুল কাইয়ুম খান জানান, আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে এবং ভোটারদের জন্য সাবান মজুত
রাখার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতে এধরনের কাজ করবেনা বলেও
মুচলেখা দিয়েছেন বলেও তিনি জানান।
প্রসঙ্গত,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের
১০জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী মমতাজ বেগম
ছাড়াও আওয়ামী লীগের স্বতন্ত্রপ্রার্থী আরো ৪জন জেলা ও কেন্ত্রীয় নেতা নির্বাচনে
প্রতিদ্বন্ধীতা করছেন।
শিরোনাম
মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্রপ্রার্থীকে কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা
-
মানিকগঞ্জ প্রতিনিধি - আপডেট সময় : ০১:১৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- ।
- 54
জনপ্রিয় সংবাদ

























