লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর আদর্শপাড়া এলাকায় একটি কদম গাছ থেকে আলামিন ইসলাম (৬৫) নামে ওই বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আছর মামুদের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন ইসলাম প্রায় ৩০ বছর আগে ভারত থেকে বাংলাদেশে আসেন। তার পূর্ব নাম ছিল গোবিন্দ চন্দ্র। বাংলাদেশে আসার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে আলামিন ইসলাম রাখেন।
তিনি স্ত্রী ও ১৮ বছর বয়সী এক ছেলেকে নিয়ে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এছাড়াও স্ত্রীর সঙ্গে তার পারিবারিক বনিবনাও ভালো যাচ্ছিল না বলে স্থানীয়রা জানান।
মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি কদম গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি, ওই ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
শু/সবা

























