তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শনিবার (০৬ জানুয়ারি) ইস্তাম্বুলে আরও তুর্কি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সপ্তাহব্যাপী সফরে তুর্কি আলোচনার পর গ্রিসে যাবেন ব্লিঙ্কেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। এরদোয়ানের সঙ্গে ব্লিঙ্কেনের আলোচনার বিষয় উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, গাজার সংঘাত, জিম্মিদের মুক্তি, মানবিক সহায়তা সম্প্রসারণ এবং বেসামরিক নাগরিক সুরক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। মিলার আরও বলেন, দীর্ঘস্থায়ী আঞ্চলিক শান্তির উপর জোর দিয়েছেন ব্লিঙ্কেন। যা ইসরায়েলের নিরাপত্তা এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অগ্রগতি হিসেবে কাজ করবে। মধ্যপ্রাচ্যে সংঘাত কমাতে তুরস্ক কী কী করতে পারে তা উল্লেখ করে শনিবার সন্ধ্যায় ক্রিটে সাংবাদিকদেরকে ব্লিঙ্কেন বলেন, ফিলিস্তিনি নেতৃত্বাধীন শাসন ব্যবস্থা, নিরাপত্তা ও গাজা পুনর্গঠনের কাজ করতে পারে তুরস্ক। প্রতিবেদন থেকে জানা গেছে, গত নভেম্বরে মার্কিন কূটনীতিক তুরস্ক সফরে এলে তার সঙ্গে দেখা করেননি এরদোয়ান। কারণ গাজায় ইসরায়েলি আক্রমণে কট্টর সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র।
শিরোনাম
এরদোয়ানের সঙ্গে বৈঠক সারলেন ব্লিঙ্কেন
-
আন্তর্জাতিক ডেস্ক - আপডেট সময় : ০২:৪৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- ।
- 95
জনপ্রিয় সংবাদ
























