খাগড়াছড়িতে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ গ্রহণে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
প্রধান অতিথির বক্তব্যে মো. নিজামুল হক নাসিম বলেন, বর্তমানে মূল স্রোতধারার সাথে সংবাদকর্মীরা কাজ করতে গিয়ে নানা প্রতিবন্ধকতায় মুখোমুখি হতে হয়। অপেশাদারিত্ব প্রতিষ্ঠান গজিয়ে ওঠায় পরিচয় সংকটে ভুগছেন ও দিন দিন এর সমস্যা বাড়ছে। তাই মূলধারার গণমাধ্যম ও কর্মীদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে।
এসময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের রিসোর্স পার্সন অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তরা বলেন, সাংবাদিকদের পেশাগত সুসম্পর্ক ও দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশংসাও দাবি রাখে।
বাংলাদেশ কাউন্সিলের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় খাগড়াছড়িতে কর্মরত জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।পরে অতিথিরা সনদপত্র তুলে দেন ।
স/মিফা




















