চব্বিশের বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক জব্বার আল নাঈমের কাব্যগ্রন্থ ‘আগুনের মজলিশ’। শিল্পী ধ্রুব এষের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স। অমর একুশে বইমেলার ৩১৪-৩১৫ স্টলে কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে। মূল্য ১৩৫ টাকা মাত্র।
কবি জব্বার আল নাঈমের জন্ম চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বদপুর গ্রামে। প্রাতিষ্ঠানিক জীবনে হিসাব বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তরে শেষ করেন পাঠের অধ্যায়।
পাঠকদের মনে সাড়া ফেলা ‘জীবনের ছুটি নেই’ ছোটগল্পের পাণ্ডুলিপির জন্য পেয়েছেন জেমকন তরুণ কথা সাহিত্য পুরস্কার-২০২০।
কথাসাহিত্য ও কবিতায় সমানতালে জনপ্রিয় এই কবির প্রকাশিত বইয়ের তালিকায় আছে- তাড়া খাওয়া মাছের জীবন-২০১৫, বিরুদ্ধ প্রচ্ছদের পেখম-২০১৬, এসেছি মিথ্যা বলতে-২০১৭।
স/মিফা


























