নদী বিষয়ক অনলাইন পত্রিকা রিভার বাংলা’র প্রিন্ট সংস্করণের প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে। পত্রিকাটির সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে এটি প্রকাশ করা হয়।
‘রিভার বাংলা’ সম্পাদনা করেছেন লেখক ও গবেষক ফয়সাল আহমেদ। পত্রিকাটির প্রকাশক তানভীর আহমেদ তুষার। রিভার বাংলা- জানুয়ারি ২০২৪ সংখ্যায় রয়েছে প্রবন্ধ- নিবন্ধ, গল্প ও নদীকেন্দ্রিক সংবাদ।
পলি রায়ের আলোকচিত্র অবলম্বনে এ সংখ্যার প্রচ্ছদ করেছেন তানভীর আহমেদ তুষার। লিখেছেন পরিবেশ ও নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম, সংবাদিক ও গবেষক আমীন আল রশীদ, সংবাদিক ও গবেষক জাকারিয়া মন্ডল, ভারতীয় নদীকর্মী তাপস দাস, গল্পকার রাজেশ ধর, তানভীর আহমেদ তুষার, আবু সাদাত মো. সায়েম, অনন্তা সিদ্দিকী তন্দ্রা ও মো. রানা পারভেজ। ৯৬ পৃষ্ঠার এই পেপারব্যাক পত্রিকাটির মূল্য রাখা হয়েছে মাত্র ১০০ টাকা।
পত্রিকাটির সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, ‘ছয় বছর ধরে অনলাইনে প্রকাশ হচ্ছে রিভার বাংলা। সাত বছরের প্রারম্ভে আমরা এই প্রিন্ট ভার্সনটি প্রকাশ করলাম। আমাদের ইচ্ছে আছে বছরে অন্তত দুইবার পত্রিকাটির প্রিন্ট ভার্সন প্রকাশের।’
স/মিফা


























