দেশবরেণ্য জ্যেষ্ঠ নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক নৃত্যসারথি লায়লা হাসানকে সভাপতি এবং স্বনামধন্য নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক দীপা খন্দকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি নির্বাচনের মধ্য দিয়ে ১ মার্চ বাংলাদেশের সকল নৃত্যশিল্পী ও নৃত্য সংগঠনের সার্বিক কল্যাণে নৃত্যশিল্পী ফেডারেশন বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করেছে।
দেশের প্রায় সকল নৃত্যশিল্পী ও নৃত্য সংগঠনের সমন্বয়ে নৃত্যশিল্পী ফেডারেশন বাংলাদেশ’ কাজ শুরু করেছে। আমাদের উদ্দেশ্য, দেশের সকল নৃত্যশিল্পী ও নৃত্য সংগঠনের সার্বিক কল্যাণে কাজ করা এবং আমাদের দেশের মূলধারার সুস্থ, শুদ্ধ নৃত্য চর্চাকে আরো বেগবান করে এগিয়ে নিয়ে যাওয়া ও আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।
এই সংগঠনের সাথে যুক্ত আছেন দেশ বরেণ্য প্রায় সকল নৃত্যশিল্পী এদের মধ্যে নৃত্যসারথি লায়লা হাসান, লুবনা মরিয়ম, কাজল ইব্রাহিম, মীনা মোঃ নজরুল ইসলাম, দীপা খন্দকার, নিলুফার ওয়াহিদ পাপড়ি, ডলি ইকবাল, সুলতানা হায়দার, ইমদাদুল হক খোকন, সোহেল রহমান, কবিরুল ইসলাম রতন, বেলায়েত হোসেন খান, আনিসুল ইসলাম হিরু, সাদিয়া ইসলাম মৌ, ফারহানা খান তান্না, ইয়াসমিন তাজরীন জাহান (তারিন), বিজরী বরকতউল্লাহ, অপি করিম, রীচি সোলায়মান, মেহেবুবা মাহানুর চাঁদনী, সোহানা সাবা, শামীমা তুষ্টি, আফরোজা হাসান শিল্পী, অর্থী আহমেদ, আতাউর রহমান মোহন, নাঈম হাসান সুজা প্রমুখ।
























