নারী জোটের আলোচনা সভা : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ৮ মার্চ শুক্রবার সকালে নারী জোটের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জাসদের সহযোগী নারী সংগঠন জাতীয় নারী জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১১টায় জিপিও’র সামনে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে কর্নেল তাহের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ এর মূূল প্রতিপাদ্য ‘নারীর জন্য বিনিয়োগ: উন্নয়নে করবে গতিযোগ’ শীর্ষক আলোচনা সভা এসময় অনুষ্ঠিত হবে।
আলোচনাসভায় সভাপতিত্ব করবেন জাতীয় নারী জোটের কেন্দ্রীয় আহবায়ক আফরোজা হক রীনা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার। বক্তব্য রাখবেন জাসদ ও নারী জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জাতীয় নারী জোটের কেন্দ্রীয় আহবায়ক আফরোজা হক রীনা এক বিবৃতিতে নারীর প্রতি সকল ধরণের বৈষম্য, সহিংসতা, পশ্চাৎপদ দৃষ্টিভঙ্গির অবসান করে নারী-পুরুষের জন্য সাম্যের সমাজ প্রতিষ্ঠার চেতনাকে ধারণ করে নারী সমাজকে ঐক্যবদ্ধ হওয়া আহবান জানিয়েছেন।
বিভিন্ন নারী সংগঠনের অনুষ্ঠান :
প্রতিবছর এএলআরডি ও সহযোগী সংস্থাসমূহ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে কর্মসূচি পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নারীর সমঅধিকার, সমসুযোগ; এগিয়ে নিতে হোক বিনিয়োগ’-কে সামনে রেখে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৩টি অধিকারভিত্তিক সংগঠনের (এএলআরডি, নিজেরা করি, আরবান, বাদাবন সংঘ, বেলা, ব্লাস্ট, বারসিক, আইপিডিএস, কাপেং ফাউন্ডেশন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, নাগরিক উদ্যোগ, এনডিএফ, এবং তৃণমূল উন্নয়ন সংস্থা) উদ্যোগে নারীর ভূমি-কৃষি অধিকার, নারীর নিরাপত্তাহীনতা, নারী-পুরুষ মজুরী বৈষম্য, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সমতা অর্জনের সংগ্রামকে ত্বরান্বিত করার অভিপ্রায়ে আগামী ৯ মার্চ শনিবার সকাল ১১টায় ঢাকার আসাদ এভিনিউ (আসাদ গেইট থেকে টাউনহল, মোহাম্মদপুর) অভিমূখী সড়কে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এতে জাতীয় ও স্থানীয় পর্যায়ের নারী নেত্রীসহ বিশিষ্ট ব্যক্তিগণ বক্তব্য রাখবেন। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূলের নারী-পুরুষ অংশ নেবেন।
সমাজতান্ত্রিক মহিলা ফোরামের অনুষ্ঠান :
আন্তর্জাতিক নারী দিবসের ১১৪ তম বার্ষিকী উপলক্ষে ৮ মার্চ বিকেল সাড়ে তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সারা দেশ থেকে বিভিন্ন শ্রেনী পেশার নারীরা অংশগ্রহণ করবে। জার্মানি, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের নারী নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোপার্জিত স্বাধীনতা চত্বরে বিকেল তিনটায় আলোচনা সভার আয়োজন করবে সামাজিক প্রতিরোধ কমিটি। এছাড়া ১০ মার্চ সকাল দশটায় নিজ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করবে বাংলাদেশ মহিলা পরিষদ।
নারীপক্ষ’র অনুষ্ঠান :
আন্তর্জাতিক নারী দিবস এবং নারীপক্ষ’র ৪০ বছর পূর্তি উপলক্ষে, শুক্রবার ধানমন্ডি লেক এলাকার রবীন্দ্র সরোবরে বিকেল সাড়ে চারটা থেকে রাত ৮টা পর্যন্ত “মোরা আকাশের মতো বাধাহীন” নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে চিরকুট, কাঙ্গালীনি সুফিয়া, ঐক্যতান এবং নারীপক্ষ’র সদস্য ও বন্ধুগণ কিছু গান পরিবেশন করবে। এছাড়া গাজার নারীদের প্রতি সংহতি জানানো হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি : প্রতিবছরের মতো এবারো ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করতে যাচ্ছে।
এ উপলক্ষ্যে ৮ মার্চ, শুক্রবার সকাল ৯টায় ডিআরইউ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হবে। র্যালির পরে সকাল সাড়ে নয়টায় ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে নারী দিবস উপলক্ষে কেক কাটা হবে।
এছাড়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগামী ৩০ মার্চ, শনিবার ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে বিশেষ সংকলন ‘কণ্ঠস্বর’ এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি।


























