ভারতের তামিলনাড়ুর এমডিএমকের সংসদ সদস্য অবিনাশী গণেশমূর্তি সঙ্কটজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন। পরিবার জানিয়েছে, কীটনাশক খেয়ে ফেলেছিলেন গণেশমূর্তি। তবে কেন, কীভাবে কীটনাশক খেলেন তা এখনো স্পষ্ট নয়।
অনেকে মনে করছেন, গণেশমূর্তি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তামিলনাড়ুর শাসক এবং বিরোধী দলের একাধিক নেতা এবং মন্ত্রী হাসপাতালে তাকে দেখতে গেছেন।
তামিলনাড়ুর ইরোড কেন্দ্রের বর্তমান সংসদ সদস্য গণেশমূর্তি। ২০১৯ সালে এমডিএমকে’র টিকিটে ওই কেন্দ্রে জয় পান। তবে আসন্ন লোকসভা নির্বাচনে দলটি তাকে টিকিট দেয়নি। দলীয় সূত্রে খবর, সেই কারণে তিনি হতাশ ছিলেন। কেউ কেউ ধারণা করছেন, আত্মহত্যার চেষ্টাও টিকিট না পাওয়ার হতাশা থেকেই।
গণেশমূর্তির পরিবার জানিয়েছে, গতকাল রবিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। জানান, শরীরে অস্বস্তি হচ্ছে। বমিও করতে শুরু করেন। এ সময় কীটনাশক খাওয়ার কথাও জানান।
প্রথমে তাকে ইরোডের একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছিল। পরেরদিন দুপুরে কোয়েম্বাটুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গণেশমূর্তির শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক। তাকে দুই দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তামিলনাড়ু এমডিএমকের সাধারণ সম্পাদক দুরই বাইকো রবিবার রাতে গণেশমূর্তিকে দেখতে গিয়েছিলেন। তিনি বলেন, দল ওকে (গণেশমূর্তি) আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী করার কথা ভেবেছিল। সে কারণেই লোকসভায় টিকিট দেওয়া হয়নি। কিন্তু উনি চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।