০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সারা দেশের মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড়

জুমাতুল বিদা
এবারের পবিত্র রমজানের শেষ শুক্রবার অর্থাৎ জুমাতুল বিদা’য় ঢাকাসহ সারা দেশের মসজিদে মসজিদে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের উপচেপড়া ভিড়। ইসলামী বিধান অনুযায়ী, ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে পবিত্র জুমাতুল বিদার নামাজের গুরুত্ব অনেক। রমজান মাসের জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত আরো বেশি হওয়ায় মুসল্লিরা বিশেষ গুরুত্বের সঙ্গে আদায় করেন এ নামাজ। যথাযোগ্য মর্যাদায় রমজানের শেষ জুমার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জুমার নামাজ আদায় করতে রাজধানীসহ সারা দেশের মসজিদগুলোতে মুসল্লিদের তিল ধারণের ঠাঁই ছিল না। রাজধানীর মসজিদগুলোতে স্থান সংকুলান না হওয়ায় রাস্তার ওপর শত শত মুসল্লি জায়নামাজ, কাগজ, পলিথিন, মাদুর বিছিয়ে জুমার নামাজ আদায় করেন। এছাড়া রমজানের শেষ জুমায় পবিত্র মসজিদুল আকসার সংরক্ষণ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বিশ্বের বিভিন্ন দেশে আল-কুদস দিবস পালিত হয়। জুমার নামাজের খুৎবাপূর্ব বয়ানে ইমাম ও খতিবগণ যাকাত, সদাকাতুল ফিতর, লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য ও জরুরি মাসলা-মাসায়েল এবং রমজানের শিক্ষা সম্পর্কে বিশেষ আলোচনা করেন। এছাড়া নামাজ শেষে ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলি সেনাদের মুসলিম শিশু-নারী-পুরুষ হত্যাযজ্ঞ বন্ধে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে দেশ, জাতি মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
জুমার খুৎবাপূর্ব বয়ানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিন বলেছেন, রহমতের দশ দিন, নাজাতের দশ দিন ও মাগফিরাতের পাঁচ দিন অতিবাহিত হয়ে গেছে। আর মাত্র কয়েকদিন আছে আমরা কতটুকু নেক আমল করতে পেরেছি, একটু হিসাব করার দরকার। রমজানের শেষ সময়টুকু বেশি বেশি তওবাহ ইস্তেগফারের মাধ্যমে গুনার মাফ চাইতে হবে। নিজের কৃতকর্মের ওপর লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করি। আর মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই অতীতের ন্যায় ভবিষ্যতে এমন গোনাহ করব না। আর যে রমজান পেয়েও গুনাহ মাফ করে জান্নাত লাভ করতে পারল না সে ধ্বংস হোক।  শেষ দশ দিনে বেজোড় রাতে শবে কদর তালাশ করতে হবে।
রাজধানীর কামরাঙ্গীরচরস্থ হযরত হাফেজ্জী হুজুর রাহ. জামে মসজিদে জুমার খুতবাপূর্ব বয়ানে শবে কদর এবং যাকাত প্রদান সংক্রান্ত আলোচনা করেছেন ঐতিহ্যবাহী জামিয়া নূরিয়ার মুহাদ্দিস ও শিক্ষা সচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। তিনি বলেছেন, শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তার মানে সম্মানিত রাত। লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম রাত। তাই এই রাতটি মুসলমানদের জন্য ভাগ্য রজনী হিসেবে সম্মানিত। শবে কদরের সম্ভাব্য তিনদিন চলে গেছে। আমাদের এখনো সময় বাকি দুই দিনের চেষ্টা করলে যদি নসীবে থাকে তাহলে পেয়েও যেতে পারি। আর যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। সম্পদকে পরিশুদ্ধ করা এবং সমাজ থেকে দরিদ্রতা দূরীকরণের লক্ষ্যে আল্লাহ তায়ালা যাকাত ফরজ করেছেন। যাকাত নির্দিষ্ট পরিমাণ অর্থ-সম্পদের অধিকারীদের ওপর ফরজ। আর যাকাত হচ্ছে ধনীদের সম্পদে দরিদ্রদের নির্ধারিত অধিকার। যাকাত আদায় করলে সম্পদ কমে না বরং সম্পদ আরো বৃদ্ধি পায়।
রাজধানীর চকবাজারের হোসনি দালান জামে মসজিদের খতীব মুফতি মাহমুদ জব্বার জুমার খুতবাপূর্ব বয়ানে রমজানের শিক্ষা ও রমজান পরবর্তী করণীয় এবং ঈদের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, রমজানের শিক্ষা বা অর্জনকে ধরে রাখা আমাদের সকলের জন্য অপরিহার্য। রমজান আসে রমজান চলে যায় কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় না, কারণ হচ্ছে রমজানকে আমরা ধারণ করতে পারছি না। ফিতরা ঈদের নামাজে যাওয়ার আগে দিতে হয়। যেন ঈদের দিন কোনো মানুষকে খাদ্যের অভাবে কষ্ট করতে না হয়। আরো আগে দিয়ে দিলেও কোনো সমস্যা নেই। রমজানের মধ্যেও অগ্রিম ফিতরা দেওয়া যায়। বর্তমান সময়ে বরং আগে আগে দিয়ে দেওয়াই ভালো। ঈদের দিনের সুন্নাহগুলো পালনের সর্বোচ্চ চেষ্টা করা। পবিত্র রমজানব্যাপী যারা সিয়াম সাধনা করেছেন, তাদের জন্য শুভ সংবাদ হলো- শাওয়াল মাসে ছয়টি নফল রোজা রাখলেই মিলবে সারা বছর রোজা রাখার সওয়াব। এ ছয়টি রোজা রাখা মোস্তাহাব। এর ফজিলত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। হজরত আবু আইয়ুব আনসারি (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখল, অতঃপর শাওয়াল মাসে আরো ছয়টি রোজা রাখল, সে যেন সারা বছর ধরেই রোজা রাখল (সহিহ মুসলিম : ১১৬৪)। আল্লাহ তায়ালা আমাদের সকলেই এই আলোচনার ওপর আমল করার তাওফিক দান করুন, আমিন।

 

জনপ্রিয় সংবাদ

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

সারা দেশের মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড়

আপডেট সময় : ০৪:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
এবারের পবিত্র রমজানের শেষ শুক্রবার অর্থাৎ জুমাতুল বিদা’য় ঢাকাসহ সারা দেশের মসজিদে মসজিদে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের উপচেপড়া ভিড়। ইসলামী বিধান অনুযায়ী, ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে পবিত্র জুমাতুল বিদার নামাজের গুরুত্ব অনেক। রমজান মাসের জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত আরো বেশি হওয়ায় মুসল্লিরা বিশেষ গুরুত্বের সঙ্গে আদায় করেন এ নামাজ। যথাযোগ্য মর্যাদায় রমজানের শেষ জুমার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জুমার নামাজ আদায় করতে রাজধানীসহ সারা দেশের মসজিদগুলোতে মুসল্লিদের তিল ধারণের ঠাঁই ছিল না। রাজধানীর মসজিদগুলোতে স্থান সংকুলান না হওয়ায় রাস্তার ওপর শত শত মুসল্লি জায়নামাজ, কাগজ, পলিথিন, মাদুর বিছিয়ে জুমার নামাজ আদায় করেন। এছাড়া রমজানের শেষ জুমায় পবিত্র মসজিদুল আকসার সংরক্ষণ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বিশ্বের বিভিন্ন দেশে আল-কুদস দিবস পালিত হয়। জুমার নামাজের খুৎবাপূর্ব বয়ানে ইমাম ও খতিবগণ যাকাত, সদাকাতুল ফিতর, লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য ও জরুরি মাসলা-মাসায়েল এবং রমজানের শিক্ষা সম্পর্কে বিশেষ আলোচনা করেন। এছাড়া নামাজ শেষে ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলি সেনাদের মুসলিম শিশু-নারী-পুরুষ হত্যাযজ্ঞ বন্ধে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে দেশ, জাতি মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
জুমার খুৎবাপূর্ব বয়ানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিন বলেছেন, রহমতের দশ দিন, নাজাতের দশ দিন ও মাগফিরাতের পাঁচ দিন অতিবাহিত হয়ে গেছে। আর মাত্র কয়েকদিন আছে আমরা কতটুকু নেক আমল করতে পেরেছি, একটু হিসাব করার দরকার। রমজানের শেষ সময়টুকু বেশি বেশি তওবাহ ইস্তেগফারের মাধ্যমে গুনার মাফ চাইতে হবে। নিজের কৃতকর্মের ওপর লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করি। আর মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই অতীতের ন্যায় ভবিষ্যতে এমন গোনাহ করব না। আর যে রমজান পেয়েও গুনাহ মাফ করে জান্নাত লাভ করতে পারল না সে ধ্বংস হোক।  শেষ দশ দিনে বেজোড় রাতে শবে কদর তালাশ করতে হবে।
রাজধানীর কামরাঙ্গীরচরস্থ হযরত হাফেজ্জী হুজুর রাহ. জামে মসজিদে জুমার খুতবাপূর্ব বয়ানে শবে কদর এবং যাকাত প্রদান সংক্রান্ত আলোচনা করেছেন ঐতিহ্যবাহী জামিয়া নূরিয়ার মুহাদ্দিস ও শিক্ষা সচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। তিনি বলেছেন, শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তার মানে সম্মানিত রাত। লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম রাত। তাই এই রাতটি মুসলমানদের জন্য ভাগ্য রজনী হিসেবে সম্মানিত। শবে কদরের সম্ভাব্য তিনদিন চলে গেছে। আমাদের এখনো সময় বাকি দুই দিনের চেষ্টা করলে যদি নসীবে থাকে তাহলে পেয়েও যেতে পারি। আর যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। সম্পদকে পরিশুদ্ধ করা এবং সমাজ থেকে দরিদ্রতা দূরীকরণের লক্ষ্যে আল্লাহ তায়ালা যাকাত ফরজ করেছেন। যাকাত নির্দিষ্ট পরিমাণ অর্থ-সম্পদের অধিকারীদের ওপর ফরজ। আর যাকাত হচ্ছে ধনীদের সম্পদে দরিদ্রদের নির্ধারিত অধিকার। যাকাত আদায় করলে সম্পদ কমে না বরং সম্পদ আরো বৃদ্ধি পায়।
রাজধানীর চকবাজারের হোসনি দালান জামে মসজিদের খতীব মুফতি মাহমুদ জব্বার জুমার খুতবাপূর্ব বয়ানে রমজানের শিক্ষা ও রমজান পরবর্তী করণীয় এবং ঈদের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, রমজানের শিক্ষা বা অর্জনকে ধরে রাখা আমাদের সকলের জন্য অপরিহার্য। রমজান আসে রমজান চলে যায় কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় না, কারণ হচ্ছে রমজানকে আমরা ধারণ করতে পারছি না। ফিতরা ঈদের নামাজে যাওয়ার আগে দিতে হয়। যেন ঈদের দিন কোনো মানুষকে খাদ্যের অভাবে কষ্ট করতে না হয়। আরো আগে দিয়ে দিলেও কোনো সমস্যা নেই। রমজানের মধ্যেও অগ্রিম ফিতরা দেওয়া যায়। বর্তমান সময়ে বরং আগে আগে দিয়ে দেওয়াই ভালো। ঈদের দিনের সুন্নাহগুলো পালনের সর্বোচ্চ চেষ্টা করা। পবিত্র রমজানব্যাপী যারা সিয়াম সাধনা করেছেন, তাদের জন্য শুভ সংবাদ হলো- শাওয়াল মাসে ছয়টি নফল রোজা রাখলেই মিলবে সারা বছর রোজা রাখার সওয়াব। এ ছয়টি রোজা রাখা মোস্তাহাব। এর ফজিলত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। হজরত আবু আইয়ুব আনসারি (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখল, অতঃপর শাওয়াল মাসে আরো ছয়টি রোজা রাখল, সে যেন সারা বছর ধরেই রোজা রাখল (সহিহ মুসলিম : ১১৬৪)। আল্লাহ তায়ালা আমাদের সকলেই এই আলোচনার ওপর আমল করার তাওফিক দান করুন, আমিন।