০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাটখিলের পশ্চিম দেলিয়াই – শংকরপুর সংযোগ সড়কের কালভার্টটির বেহাল দশা, চলাচলে দূভোর্গ

নোয়াখালী জেলা চাটখিলের পশ্চিম দেলিয়াই -শংকরপুর সংযোগ সড়কের কালভার্টটির বেহাল দশা। এতে করে এ কালভার্টের উপর দিয়ে চলাচলকারী সকল যানবাহন ও লোকজন চরম দুর্ভোগ পোহাতে হয়। জানা গেছে, চাটখিলের খিলপাড়া ইটপুকুরিয়া সড়কের মিদ্ধা বাড়ি দরজা ও শংকরপুর সড়কের সাথে পূর্ব দিকে পশ্চিম দেলিয়াই,অমরপুর, দিকে যেতে খালের উপর একটি কালভার্ট রয়েছে। এ কালভার্টটি এ এলাকার লোকজনের চলাচলের একমাত্র মাধ্যম। এ কালভার্টটি অনুমানিক ২০/২৫ বছর পূর্বে নির্মাণ করা হয়। এরপর থেকে এ কালভার্টটের কোন প্রকার সংস্কার করা হয়নি। সংযোগ সড়কে এ কালভার্ট দিয়ে হালকা বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। তাছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ অনেক লোকজন চলাচল করে। বর্তমানে কালভার্টটি পশ্চিম পাশে উত্তর-পশ্চিম পাশ ধ্বসে পড়ে গেছে। দক্ষিণ-পশ্চিম পাশের একই অবস্থা। কালভার্টটের উপরের আস্তর উঠে যাওয়ায় রড গুলো দেখা যাচ্ছে। এ কালভার্টের উপর দিয়ে চলাচলকারী যানবাহন প্রতিনিহত দূর্ঘটনায় পতিত হচ্ছে, আহত চলাচলকারীগণ। এতে করে লোকজনের জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে হয়।
এ সড়ক দিয়ে চলাচলকারী আব্দুল মতিন জানান, এ কালভার্টের বেহাল দশার কারণে চলাচল করলে ও এটি কারো নজরে আসছে না। শামসুল আলম জানান, এ কালভার্টটি অতিজরুরী ভিত্তিতে নির্মাণ করা প্রয়োজন, এজন্য তিনি স্থানীয় সংসদ সদস্যের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, সরকারী ভাবে বরাদ্দ এলে তিনি এটি নির্মাণ চেষ্টা করবেন। উপজেলা জেলা বাস্তবায়ণ কর্মকর্তা পলাশ সমদ্দার জানান, আগামী ২/৩ মাসের মধ্যে মন্ত্রণালয় থেকে কালভার্ট নির্মাণে তালিকা চাওয়া হতে পারে। তখন তিনি অগ্রাধিকার ভিত্তিতে এ কালভার্টটি নির্মাণের ব্যবস্থা করবেন। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ কালভার্টটি জরুরী ভিত্তিতে নির্মাণের জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
জনপ্রিয় সংবাদ

ইউএনওকে শাসানো সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

চাটখিলের পশ্চিম দেলিয়াই – শংকরপুর সংযোগ সড়কের কালভার্টটির বেহাল দশা, চলাচলে দূভোর্গ

আপডেট সময় : ০৪:৩০:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
নোয়াখালী জেলা চাটখিলের পশ্চিম দেলিয়াই -শংকরপুর সংযোগ সড়কের কালভার্টটির বেহাল দশা। এতে করে এ কালভার্টের উপর দিয়ে চলাচলকারী সকল যানবাহন ও লোকজন চরম দুর্ভোগ পোহাতে হয়। জানা গেছে, চাটখিলের খিলপাড়া ইটপুকুরিয়া সড়কের মিদ্ধা বাড়ি দরজা ও শংকরপুর সড়কের সাথে পূর্ব দিকে পশ্চিম দেলিয়াই,অমরপুর, দিকে যেতে খালের উপর একটি কালভার্ট রয়েছে। এ কালভার্টটি এ এলাকার লোকজনের চলাচলের একমাত্র মাধ্যম। এ কালভার্টটি অনুমানিক ২০/২৫ বছর পূর্বে নির্মাণ করা হয়। এরপর থেকে এ কালভার্টটের কোন প্রকার সংস্কার করা হয়নি। সংযোগ সড়কে এ কালভার্ট দিয়ে হালকা বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। তাছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ অনেক লোকজন চলাচল করে। বর্তমানে কালভার্টটি পশ্চিম পাশে উত্তর-পশ্চিম পাশ ধ্বসে পড়ে গেছে। দক্ষিণ-পশ্চিম পাশের একই অবস্থা। কালভার্টটের উপরের আস্তর উঠে যাওয়ায় রড গুলো দেখা যাচ্ছে। এ কালভার্টের উপর দিয়ে চলাচলকারী যানবাহন প্রতিনিহত দূর্ঘটনায় পতিত হচ্ছে, আহত চলাচলকারীগণ। এতে করে লোকজনের জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে হয়।
এ সড়ক দিয়ে চলাচলকারী আব্দুল মতিন জানান, এ কালভার্টের বেহাল দশার কারণে চলাচল করলে ও এটি কারো নজরে আসছে না। শামসুল আলম জানান, এ কালভার্টটি অতিজরুরী ভিত্তিতে নির্মাণ করা প্রয়োজন, এজন্য তিনি স্থানীয় সংসদ সদস্যের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, সরকারী ভাবে বরাদ্দ এলে তিনি এটি নির্মাণ চেষ্টা করবেন। উপজেলা জেলা বাস্তবায়ণ কর্মকর্তা পলাশ সমদ্দার জানান, আগামী ২/৩ মাসের মধ্যে মন্ত্রণালয় থেকে কালভার্ট নির্মাণে তালিকা চাওয়া হতে পারে। তখন তিনি অগ্রাধিকার ভিত্তিতে এ কালভার্টটি নির্মাণের ব্যবস্থা করবেন। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ কালভার্টটি জরুরী ভিত্তিতে নির্মাণের জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।