০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় রাজাপালং ইউনিয়ন প‌রিষ‌দের উপনির্বাচন ২৭ জুলাই 

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

উখিয়া উপ‌জেলা (কক্সবাজার) সদর রাজাপালং ইউনিয়ন পরিষদের শুন‌্যপ‌দে উপ-নির্বাচনের তফশীল ঘোষনা ক‌রা হ‌য়ে‌ছে। উখিয়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মুহাম্মদ মিজানুর রহমান, আগা‌মি ২৭ জুলাই,২০২৪ ইং এ নির্বাচন অনুষ্টান হওয়ার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। এই ইউপি চেয়ারম‌্যান প‌দে প্রা‌র্থি হ‌য়ে‌ছেন ৫ জন, যথাক্রমে- আবদুল মা‌লেক চৌধুরী, প্রভাষক হুমায়ুন ক‌বির চৌধুরী, সাদমান জামী চৌধুরী, মো: ফরিদুল আলম, মকবুল হোসাইন মিথুন।

উখিয়া উপ‌জেলা সদর রাজাপালং ইউনিয়নেই র‌য়ে‌ছে ৫ লাখ রো‌হিঙ্গা জন‌গো‌ষ্টির বসবাস। মিয়ানমার সীমান্ত হওয়ার সুবা‌দে এখা‌নে যেমন চোরাচালান মা‌ফিয়া চ‌ক্রের টা‌র্নিং প‌য়েন্ট, তেম‌নি রো‌হিঙ্গা‌দের নি‌জে‌দের আধিপত‌্যবাদ সহ নানা অপরাধ সামলা‌তে ল এন্ড ফোর্সকে রী‌তিমত হিমসীম খে‌তে হয়। লোকাল প‌ত্রিকার প্রতি‌টি পর‌তে পর‌তে রো‌হিঙ্গা‌দের অপরা‌ধের নিকাশ। অপর‌দি‌কে শতা‌ধিক এন‌জিও‌ সংস্থার ক‌র্মের সা‌থে যত অপকর্ম আর দুর্নী‌তি মি‌লি‌য়ে সা‌র্বিক প‌রি‌স্থি‌তি সামলা‌তে প্রশাস‌ন বা‌রোটার কাটায় র‌য়ে‌ছে। এমনতর প‌রি‌বে‌শে রাজাপালং ইউপির চেয়ারম‌্যান পদ‌টি আলোচনার কেন্দ্রবিন্দু তো হ‌তেই পা‌রে।

এ উপনির্বাচনে দলীয় কোন প্রতীক না থাকায় সকল‌কে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তালিকায় প্রকাশ করা হয়। নির্বাচন অফিস সুত্র জানি‌য়ে‌ছেন, তফশীল অনুযায়ী শুক্রবার (৫ জুলাই) মনোনয়ন যাচাই-বাছাই এর শেষ দিন ছিল। এইদিন মনোনয়নপত্র যাছাই বাছাই করেন নির্বাচন কমিশন। এতে ৫ জন প্রার্থীর মনোনয়ন ফরমের সকলকেই বৈধপ্রার্থী হিসাবে ঘোষনা করা হয়। ভারী বৃ‌ষ্টির মৌসুম হি‌সে‌বে অনুকুল প‌রি‌বেশ বজায় থাক‌লে ক‌মিশ‌নের ঘোষনাম‌তে আস‌ছে ২৭ জুলাই উখিয়া সদর রাজাপালং ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া‌তে বলা বাহুল‌্য, প্রভাষক হুমায়ুন ক‌বির চৌধুরী উখিয়া বঙ্গমাতা ম‌হিলা ক‌লে‌জের বর্তমান প্রভাষক ও কক্সবাজার জেলা প‌রিষ‌দের সদস‌্য। তি‌নি উখিয়া টেকনাফ আস‌নের এম‌পি শা‌হিনা চৌধুরী ও উখিয়া উপ‌জেলা প‌রিষ‌দের সদ‌্য নির্বা‌চিত চেয়ারম‌্যান ও উপ‌জেলা আ লী‌গের সভাপ‌তি জাহাঙ্গীর ক‌বির চৌধুরীর আপন বড় ভাই।  সাদমান জা‌মি চৌধুরী হ‌চ্ছেন, উখিয়া টেকনা‌ফের সা‌বেক এম‌পি শাহজাহান চৌধুরীর আপন ছোট ভাই সা‌বেক ইউপি চেয়ারম‌্যান শাহকামাল চৌধুরীর ছে‌লে। ফ‌রিদুল আলম হ‌চ্ছেন, উখিয়া উপ‌জেলা আ লী‌গের নেতা। তি‌নি পেশাগত ভা‌বে একজন ঠিকাদারী ব‌্যবসায় থাকার পাশাপা‌শি আ লীগ ঘরনায় প‌রি‌চিত মুখ।  মকবুল হোসেন মিথুন হ‌চ্ছেন, তরুণ ছাত্রলীগ নেতা। তি‌নি উখিয়া উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি থাকার সুবা‌দে ছাত্রলী‌গ সমা‌জের  তার‌ণ্যের প্রতীক হ‌য়ে উঠেন। তি‌নি প্রার্থী ফ‌রিদুল আলম ঠিকাদা‌রের আপন ভ্রাতুষ্পুত্র।  নির্বাচন ক‌মিশন সুত্র জানায় এ উপ নির্বাচ‌নে এবার ইভিএমের মাধ্যমে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় রাজাপালং ইউনিয়ন প‌রিষ‌দের উপনির্বাচন ২৭ জুলাই 

আপডেট সময় : ০৪:২৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪

উখিয়া উপ‌জেলা (কক্সবাজার) সদর রাজাপালং ইউনিয়ন পরিষদের শুন‌্যপ‌দে উপ-নির্বাচনের তফশীল ঘোষনা ক‌রা হ‌য়ে‌ছে। উখিয়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মুহাম্মদ মিজানুর রহমান, আগা‌মি ২৭ জুলাই,২০২৪ ইং এ নির্বাচন অনুষ্টান হওয়ার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। এই ইউপি চেয়ারম‌্যান প‌দে প্রা‌র্থি হ‌য়ে‌ছেন ৫ জন, যথাক্রমে- আবদুল মা‌লেক চৌধুরী, প্রভাষক হুমায়ুন ক‌বির চৌধুরী, সাদমান জামী চৌধুরী, মো: ফরিদুল আলম, মকবুল হোসাইন মিথুন।

উখিয়া উপ‌জেলা সদর রাজাপালং ইউনিয়নেই র‌য়ে‌ছে ৫ লাখ রো‌হিঙ্গা জন‌গো‌ষ্টির বসবাস। মিয়ানমার সীমান্ত হওয়ার সুবা‌দে এখা‌নে যেমন চোরাচালান মা‌ফিয়া চ‌ক্রের টা‌র্নিং প‌য়েন্ট, তেম‌নি রো‌হিঙ্গা‌দের নি‌জে‌দের আধিপত‌্যবাদ সহ নানা অপরাধ সামলা‌তে ল এন্ড ফোর্সকে রী‌তিমত হিমসীম খে‌তে হয়। লোকাল প‌ত্রিকার প্রতি‌টি পর‌তে পর‌তে রো‌হিঙ্গা‌দের অপরা‌ধের নিকাশ। অপর‌দি‌কে শতা‌ধিক এন‌জিও‌ সংস্থার ক‌র্মের সা‌থে যত অপকর্ম আর দুর্নী‌তি মি‌লি‌য়ে সা‌র্বিক প‌রি‌স্থি‌তি সামলা‌তে প্রশাস‌ন বা‌রোটার কাটায় র‌য়ে‌ছে। এমনতর প‌রি‌বে‌শে রাজাপালং ইউপির চেয়ারম‌্যান পদ‌টি আলোচনার কেন্দ্রবিন্দু তো হ‌তেই পা‌রে।

এ উপনির্বাচনে দলীয় কোন প্রতীক না থাকায় সকল‌কে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তালিকায় প্রকাশ করা হয়। নির্বাচন অফিস সুত্র জানি‌য়ে‌ছেন, তফশীল অনুযায়ী শুক্রবার (৫ জুলাই) মনোনয়ন যাচাই-বাছাই এর শেষ দিন ছিল। এইদিন মনোনয়নপত্র যাছাই বাছাই করেন নির্বাচন কমিশন। এতে ৫ জন প্রার্থীর মনোনয়ন ফরমের সকলকেই বৈধপ্রার্থী হিসাবে ঘোষনা করা হয়। ভারী বৃ‌ষ্টির মৌসুম হি‌সে‌বে অনুকুল প‌রি‌বেশ বজায় থাক‌লে ক‌মিশ‌নের ঘোষনাম‌তে আস‌ছে ২৭ জুলাই উখিয়া সদর রাজাপালং ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া‌তে বলা বাহুল‌্য, প্রভাষক হুমায়ুন ক‌বির চৌধুরী উখিয়া বঙ্গমাতা ম‌হিলা ক‌লে‌জের বর্তমান প্রভাষক ও কক্সবাজার জেলা প‌রিষ‌দের সদস‌্য। তি‌নি উখিয়া টেকনাফ আস‌নের এম‌পি শা‌হিনা চৌধুরী ও উখিয়া উপ‌জেলা প‌রিষ‌দের সদ‌্য নির্বা‌চিত চেয়ারম‌্যান ও উপ‌জেলা আ লী‌গের সভাপ‌তি জাহাঙ্গীর ক‌বির চৌধুরীর আপন বড় ভাই।  সাদমান জা‌মি চৌধুরী হ‌চ্ছেন, উখিয়া টেকনা‌ফের সা‌বেক এম‌পি শাহজাহান চৌধুরীর আপন ছোট ভাই সা‌বেক ইউপি চেয়ারম‌্যান শাহকামাল চৌধুরীর ছে‌লে। ফ‌রিদুল আলম হ‌চ্ছেন, উখিয়া উপ‌জেলা আ লী‌গের নেতা। তি‌নি পেশাগত ভা‌বে একজন ঠিকাদারী ব‌্যবসায় থাকার পাশাপা‌শি আ লীগ ঘরনায় প‌রি‌চিত মুখ।  মকবুল হোসেন মিথুন হ‌চ্ছেন, তরুণ ছাত্রলীগ নেতা। তি‌নি উখিয়া উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি থাকার সুবা‌দে ছাত্রলী‌গ সমা‌জের  তার‌ণ্যের প্রতীক হ‌য়ে উঠেন। তি‌নি প্রার্থী ফ‌রিদুল আলম ঠিকাদা‌রের আপন ভ্রাতুষ্পুত্র।  নির্বাচন ক‌মিশন সুত্র জানায় এ উপ নির্বাচ‌নে এবার ইভিএমের মাধ্যমে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।