১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মা‌টিরাঙ্গায় বেগম খালেদা জিয়া’র মাহফিল

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
র‌বিবার ১৮ জানুয়ারী সন্ধ‌্যায় বাল‌্যাছ‌ড়ি মুস‌লিমপাড়া সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয় মা‌ঠে অনু‌ষ্ঠিত স্মরণ সভায়
প্রধান অতিথি ছি‌লেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক,এম.এন আবছার।
মা‌টিরাঙ্গা উপ‌জেলা সা‌বেক ছাত্রদল সাধারণ সম্পাদক ফোরকান হো‌সেন সোহাগের চঞ্চালনায়,মা‌টিরাঙ্গা ৯নং পৌর সভাপ‌তি সাইদুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজ‌নে স্মরণ সভায় বক্তব‌্য রা‌খেন ,জেলা বিএন‌পির সহ সভাপ‌তি না‌ছির আহাম্মদ চৌধুরী, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়ায় ,ছাত্র বিষয়ক সম্পাদক সা‌হেদুল ইসলাম সুমন, মা‌টিরাঙ্গা পৌর বিএনপির সভাপ‌তি শাহ জালাল কাজল প্রমুখ।
বেগম খা‌লেদা জিয়ার দীর্ঘ রাজনৈ‌তিক জীব‌নের ম্মৃ‌তিচারণ ক‌রে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এম এন আবছার ব‌লেন, আপোষহীন নেত্রী বেগম খা‌লেদা জিয়া কখ‌নো অন‌্যা‌য়ের সা‌থে আপোষ ক‌রেন নি। নানা অত‌্যচার নির্যাতন ,জেল জুলুম সহ‌্য ক‌রে‌ছেন। সু‌যোগ থাকা স‌ত্বেও দেশ ও দে‌শের মানুষকে ছে‌ড়ে যাননি। এসময়  বেগম খা‌লেদা জিয়ার আত্মার শা‌ন্তি কামনায় সক‌লের নিকট দোয়া কামনা ক‌রেন তি‌নি।
মিলাদ মাহ‌ফি‌ল শে‌ষে বেগম খা‌লেদা জিয়ার আত্মার মাগ‌ফিরাত ,দে‌শের শা‌ন্তি ও সমৃ‌দ্ধি কামনায় বিশেষ মোনাজান ক‌রেন মুস‌লিমপাড়া জা‌মে মস‌জি‌দের খ‌তিব মাওলানা জিয়াউল হক।
 এসময় পৌর বিএন‌পির সাধারণ সম্পাদক ইব্রাহীম পা‌টোয়ারী,যুবদ‌লের আহ্বায়ক গিয়াস উদ্দিন,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা,সাংগঠনিক সম্পাদক মো.আবু সাঈদ সাদ্দাম সহ পৌর বিএনপি অঙ্গ ও সংগঠ‌নের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
এর আগে বিকালে মা‌টিরাঙ্গা ১,২, ও ৩ নং ‌পৌর ওয়ার্ড বিএনপি ,অঙ্গ ও সংগঠ‌নের আয়োজ‌নে হা‌তিয়াপাড়া প্রাইমা‌রি স্কুল মা‌ঠে এবং ৪,৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি ,অঙ্গ ও সংগঠ‌নের আয়োজ‌নে আদর্শগ্রাম আনোয়া বেগম মাদ্রাসা মা‌ঠে বেগম খালেদা জিয়া’র
আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত হয়।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

মা‌টিরাঙ্গায় বেগম খালেদা জিয়া’র মাহফিল

আপডেট সময় : ০৮:৫৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
র‌বিবার ১৮ জানুয়ারী সন্ধ‌্যায় বাল‌্যাছ‌ড়ি মুস‌লিমপাড়া সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয় মা‌ঠে অনু‌ষ্ঠিত স্মরণ সভায়
প্রধান অতিথি ছি‌লেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক,এম.এন আবছার।
মা‌টিরাঙ্গা উপ‌জেলা সা‌বেক ছাত্রদল সাধারণ সম্পাদক ফোরকান হো‌সেন সোহাগের চঞ্চালনায়,মা‌টিরাঙ্গা ৯নং পৌর সভাপ‌তি সাইদুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজ‌নে স্মরণ সভায় বক্তব‌্য রা‌খেন ,জেলা বিএন‌পির সহ সভাপ‌তি না‌ছির আহাম্মদ চৌধুরী, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়ায় ,ছাত্র বিষয়ক সম্পাদক সা‌হেদুল ইসলাম সুমন, মা‌টিরাঙ্গা পৌর বিএনপির সভাপ‌তি শাহ জালাল কাজল প্রমুখ।
বেগম খা‌লেদা জিয়ার দীর্ঘ রাজনৈ‌তিক জীব‌নের ম্মৃ‌তিচারণ ক‌রে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এম এন আবছার ব‌লেন, আপোষহীন নেত্রী বেগম খা‌লেদা জিয়া কখ‌নো অন‌্যা‌য়ের সা‌থে আপোষ ক‌রেন নি। নানা অত‌্যচার নির্যাতন ,জেল জুলুম সহ‌্য ক‌রে‌ছেন। সু‌যোগ থাকা স‌ত্বেও দেশ ও দে‌শের মানুষকে ছে‌ড়ে যাননি। এসময়  বেগম খা‌লেদা জিয়ার আত্মার শা‌ন্তি কামনায় সক‌লের নিকট দোয়া কামনা ক‌রেন তি‌নি।
মিলাদ মাহ‌ফি‌ল শে‌ষে বেগম খা‌লেদা জিয়ার আত্মার মাগ‌ফিরাত ,দে‌শের শা‌ন্তি ও সমৃ‌দ্ধি কামনায় বিশেষ মোনাজান ক‌রেন মুস‌লিমপাড়া জা‌মে মস‌জি‌দের খ‌তিব মাওলানা জিয়াউল হক।
 এসময় পৌর বিএন‌পির সাধারণ সম্পাদক ইব্রাহীম পা‌টোয়ারী,যুবদ‌লের আহ্বায়ক গিয়াস উদ্দিন,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা,সাংগঠনিক সম্পাদক মো.আবু সাঈদ সাদ্দাম সহ পৌর বিএনপি অঙ্গ ও সংগঠ‌নের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
এর আগে বিকালে মা‌টিরাঙ্গা ১,২, ও ৩ নং ‌পৌর ওয়ার্ড বিএনপি ,অঙ্গ ও সংগঠ‌নের আয়োজ‌নে হা‌তিয়াপাড়া প্রাইমা‌রি স্কুল মা‌ঠে এবং ৪,৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি ,অঙ্গ ও সংগঠ‌নের আয়োজ‌নে আদর্শগ্রাম আনোয়া বেগম মাদ্রাসা মা‌ঠে বেগম খালেদা জিয়া’র
আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত হয়।
শু/সবা