বাবার লাশ দাফন শেষে শোকার্ত অবস্থায় এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সুমাইয়া ইয়াসমীন স্বর্ণালী। সে তিস্তা ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে রংপুরের কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে বৃহ¯পতিবার পদার্থ বিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার তিস্তা দাশপাড়া গ্রামের সুমাইয়া ইয়াসমীন স্বর্ণালীর বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শরিফুল ইসলাম বাবু (৬২) গত বুধবার সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। বাবার মৃত্যু শোকে কাতর স্বর্ণালী ওই রাতে পরীক্ষার প্রস্তুতি নিতে বই পড়তে গিয়ে চোখের জলে বইয়ের পাতা ভিজে ফেলে। ১১ জুলাই বৃহ¯পতিবার সকালে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয় তার বাবাকে। দাফন শেষে পরীক্ষা কেন্দ্রে গিয়ে বার বার চোখের জল মুছে বৃহ¯পতিবার কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে পদার্থ বিজ্ঞান বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে স্বর্ণালী। কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, এইচএসসি পরীক্ষার্থী স্বর্ণালীর বাবা মারা যাওয়ার বিষয়ে জানতে পেরে তাকে পরীক্ষা কক্ষে বসিয়ে সার্বক্ষণিক বিশেষ নজরে রাখা হয়েছিল।
শিরোনাম
বাবাকে চির বিদায় দিয়ে পরীক্ষার হলে স্বর্ণালী
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৭:৫৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
- । অনলাইন সংস্করণ
- 66
জনপ্রিয় সংবাদ






















