রংপুরে গঙ্গাচড়ায় যানজটে চরম বিপাকে সাধারণ মানুষ। গঙ্গাচড়ায় উপজেলা সদর ইউনিয়নের গঙ্গাচড়া বাজারের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ডাকবাংলা পর্যন্ত তীব্র যানজট হচ্ছে। যানজটের ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোর কোনো নিশ্চয়তা নেই মানুষের। যানজটের প্রভাবে মানসিক চাপ সৃষ্টি ও উদ্বেগ ও বিষন্নতায় পড়তে হয়। দীর্ঘ সময় যানজটে আটকে থাকলে ও গাড়ির অপেক্ষায় থাকলে মস্তিষ্কের উপর বিরূপ প্রভাব পড়ে। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানোর দুশ্চিন্তায় মানুষের উচ্চ রক্তচাপের সমস্যাও হতে পারে। কর্মস্থলে সময়মতো পৌঁছতে না পারার কারণে কাজে সমস্যা হয়। দশ মিনিটের রাস্তা অতিক্রম করতে সময় লাগে এক ঘণ্টা। সকাল-বিকাল-সন্ধ্যা, যখন-তখন সুষ্টি হয় যানজট।
গলিপথ, ফুটপাত কোথাও স্বস্তি নেই। সর্বত্র ভিড় আর ভিড়, গাড়ির ভিড়, মানুষের ভিড়। যানজটের ভিড়ে একবার আটকে গেলে কখন তা থেকে মুক্তি পাওয়া যাবে তা বলা মুশকিল। কর্মচারী, শ্রমিক, পথচারী সবাই যানজটের কবল থেকে মুক্তি পাচ্ছে না। যানজট অসহনীয় পর্যায়ে হয়েছে। যানজট সমাধানে প্রকল্প বাস্তবায়ন হলেও যানজট কাক্সিক্ষত মাত্রায় কমছে না। অতি দ্রুত হারে বেড়েছে গঙ্গাচড়া উপজেলার লোকসংখ্যা। স্বাভাবিকভাবে বেড়েছে যানবাহনও। কিন্তু সে তুলনায় বাড়েনি সড়কের পরিধি। বিদ্যমান সড়কের একটি উল্লেখযোগ্য অংশে নানা ধরনের বাধা মধ্যে একটি হচ্ছে অবৈধ পার্কিং। যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গণপরিবহনে বর্তমানে যে বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, তার অবসান না হলে ব্যক্তিগত গাড়ির সংখ্যা আরও বাড়বে। যানজটে বছরে বিপুল আর্থিক ক্ষতি হয়। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে অনেক সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ে। যানজটের কারণে মুমূর্ষু রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হয়। যানজটের কারণে উপজোবাসীর সামগ্রিক জীবনধারাই বাঁধা গ্রস্থ হচ্ছে। যানজট এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, সামান্য দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে আগে থেকে সে স¤পর্কে কোনো ধারণা করা যায় না। যানজটের কারণে অনেক মরণাপন্ন রোগীকে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয় না।
রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকায় সৃষ্ট ভোগান্তিতে অনেক সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ে। উপজেলায় বায়ুদূষণের বড় কারণ যানজট। এর পরোক্ষ প্রভাব পড়ছে জনস্বাস্থ্যে। কাজেই যানজটের ক্ষতি শুধু অর্থমূল্য দিয়ে নিরূপণ করলে চলবে না, সামগ্রিকভাবে বিবেচনায় নিয়ে এর মোকাবিলা করতে হবে। নাগরিকের অপরিসীম ক্ষতি, ক্ষোভ ও বিরক্তির একটা বড় কারণ যানজট। যানজট মোকাবিলা এবং ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল করার জন্য বিভিন্ন স্থানে পুলিশ ও ট্রাফিক পুলিশ মোতায়ন করা যেতে পাওে বলেন মনে করেন সচেতন মানুষ। সড়কগুলোর কার্যকর পরিকল্পনা, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। রাস্তা স্বল্পতা, ট্রাফিক আইন না মানা ও রাস্তা পারাপারে নিয়ম মেনে না চলাও রাস্তায় অতিরিক্ত মাল ও যাত্রীবোঝাই যানবাহন চলাচল করা, যত্রতত্র গাড়ি পার্ক করা ইত্যাদির কারণে যানজট বেড়েই চলেছে। জনসাধারণের যাতায়াতের জন্য পর্যাপ্ত ফুটপাত নেই। অযেটুকু আছে তার অধিকাংশ স্থান ফল ব্যাবসায়ী,কাচা বাজার, ফেরিওয়ালাদের দখলে। রাস্তার অনেকাংশে যত্রতত্র রিক্সা, অটোস্ট্যান্ড, ভ্যানস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ড দখল করে রেখেছে। এসব কারণে রাস্ত সংকীর্ণ ও অরক্ষিত হয়ে পড়ছে। এসব উচ্ছেদ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। যানজট নিরসনের অন্যতম কৌশল হিসেবে সংযোগ সড়ক নির্মাণ করার দাবি সাধারণ মানুষের।























