ময়মনসিংহ সকাল থেকেই হাজার হাজার ছাত্রছাত্রী ময়মনসিংহ রেলওয়ে স্টেশন চত্বরে কোটা আন্দোলনকারীরা জমায়েত হয়ে রেললাইন অবরোধ করে। তারা বেলা সাড়ে ১২ টার দিকে স্টেশন চত্বর থেকে নগরের প্রধান সড়ক হয়ে টাউন হল মোড়ে গিয়ে অবস্থান নেয় । পরে সারাদেশে আন্দোলনরত ৬ জন নিহতদের গায়েবী জানাযা পড়ে । এছাড়াও সরকারী আনন্দ মোহন কলেজে আন্দোলনকারীরা প্রবেশ করেছে । সেখানে পুলিশ মোতায়েন রয়েছে । ময়মনসিংহে পুলিশের ভূমিকা স্বাভাবিক ।
শিরোনাম
ময়মনসিংহ কোটা ইস্যুতে ৬ জন নিহত হওয়ায় গায়েবী জানাযা
-
ময়মনসিংহ প্রতিনিধি - আপডেট সময় : ০২:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- । অনলাইন সংস্করণ
- 185
জনপ্রিয় সংবাদ























