ময়মনসিংহের ত্রিশালে কোটা বাতিলের দাবিতে প্রায় দেড় ঘন্টাব্যপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ত্রিশালের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এতে চারলেনের মহাসড়কে দীর্ঘসময় ধরে যান চলাচল বন্ধ থাকায় তীব্র ভোগান্তিতে পড়ে যানবাহনের যাত্রীরা।
গতকাল বুধবার(১৭ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে শিক্ষার্থীরা নজরুল একাডেমি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে শহীদ সৈয়দ নজরুল ইসলাম অডিটরিয়ামের সামনে এসে মহাসড়ক অবরোধ শুরু করেন।
এ সময় শিক্ষার্থীরা, আমরা যদি রাজাকার তুই হবি স্বৈরাচার’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাইথ ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছেথ, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’,‘সারাবাংলায় খবর দে, কোটা প্রথার কবর দেথ ইত্যাদি বলে স্লোগান দেন।
এসময় ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে ফিরে যাওয়ার পর যানচলাচল স্বাভাবিক রয়েছে।
পরে দুপুর সাড়ে ১২টা দিকে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানিয়ে আজকের দিনের মতো অবরোধ তুলে নেন।
মাহমুদুল সরকার নিশাত নামে একজন শিক্ষার্থী বলেন, আমাদের দাবি সরকারের বিরুদ্ধে না। কোটা বাতিলের বিরুদ্ধে, ‘আমাদের আজকের কর্মসূচীতে এক দফা এক দাবি। সরকারি চাকরি, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিসহ সবকিছুতে সকল ধরণের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে।
আন্দোলনে অংশ নেওয়া আরেক নারী শিক্ষার্থী বলেন, ‘এটা আমাদের আন্দোলন নয়, এটা আমাদের দাবি। আমরা মেধা চাই, কোটা চাই না। আমি একজন সাধারণ পরিবারের মেয়ে হয়ে আমি চাই আমার নিজের যোগ্যতায় আমার চাকরি হোক। আমাদের দাবি না মানলে। ছাত্র সমাজের এই আন্দোলন অব্যাহত থাকবে।’























