কোটা সংস্কার আন্দোলনে রংপুরে সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আরও দুটি মামলা হয়েছে। এ নিয় ১৪ মামলা দায়ের করা হয়। এসব মামলায় মহানগর এলাকা থেকে সঙ্গীত শিল্পী হৃদয় জেজেসহ বিএনপি জামায়াতের ২১ জন ও জেলার বিভিন্ন উপজেলা থেকে পাঁচজনসহ ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ১০ দিনে ২১৮ জনকে গ্রেফতার করা হলো। রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে ২১ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে সংগীত শিল্পী হৃদয় জেজে রয়েছেন। তিনি সরাসরি হামলায় অংশ নিয়েছেন। তিনি আরও বলেন, এ নিয়ে মহানগরীতে ১৬৪ জনকে গ্রেফতার করা হলো। যার মধ্যে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজুসহ বিএনপি জামায়াত ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছেন। এদিকে, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, একই সময়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে পাঁচজন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এ নিয়ে জেলায় ৫৪ জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট গ্রেফতার ২১৮ জন। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান বলেন, চিহ্নিত অপরাধীদের ফুটেজ দেখে দেখে গ্রেফতার করা হচ্ছে। নিরপরাধ কাউকেই হয়রানি কিংবা গ্রেফতার করা হচ্ছে না।























