র্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত রেখেছে।২৯ জুলাই ২০২৪ ইং সকালে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ২১ লক্ষ টাকা (একুশ লক্ষ টাকা) মূল্যমানের ২০৮ গ্রাম হেরোইনসহ নিম্নোক্ত ০২ জন মাদক কারবারি’কে গ্রেপ্তার করেছে।(১) আদিল ইসলাম (৩৮),জেলা-রাজশাহী।(২) মোঃ কবির হোসেন শাহীন (৩৫),জেলা- রাজশাহী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার সাভার,ধামরাই, আশুলিয়া সহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।























