১০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে মৎস্য সপ্তাহ গ্রাম পর্যায়ে করার আহ্বান এমপি আজাদের

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যের আলোকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।

বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এসে রঙ্গীন বেলুন উড়িয়ে সপ্তাহের শুভ উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র সরকার, জেলা মৎস্য কর্মকর্তা এস,এম, খালেকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত শহীদ পিংকী, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতি কর্মী এমআই রাসেল।

আলোচনা সভা শেষে মাছ উৎপাদন ও মৎস্য চাষ সম্প্রসারণে কৃতিত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ প্রাতিষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক দেয়া হয় জেলার বৃহত্তর বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘকে। মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় ব্যক্তি উদ্যোক্তা হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন জামালপুর সদর উপজেলার আরিফুল ইসলাম, মেলান্দহ উপজেলার মো. সুজন, দেওয়ানগঞ্জের নাজমুল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন মৎস্য সপ্তাহের কার্যক্রম গ্রাম পর্যায়ে আয়োজন করলে চাষীরা বেশী উপকৃত হতো। সেখানে আমরা সবাই গেলে মাছ চাষের সমস্যা, সম্ভাবনা, পুকুর খননের বিধিবদ্ধ নিয়ম, মাছ চাষের কৌশলসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া যেত। পরবর্তিতে এ ধরণের উদ্বুদ্ধমূলক আয়োজনগুলো গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে মৎস্য সপ্তাহ গ্রাম পর্যায়ে করার আহ্বান এমপি আজাদের

আপডেট সময় : ০৬:১৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যের আলোকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।

বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এসে রঙ্গীন বেলুন উড়িয়ে সপ্তাহের শুভ উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র সরকার, জেলা মৎস্য কর্মকর্তা এস,এম, খালেকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত শহীদ পিংকী, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতি কর্মী এমআই রাসেল।

আলোচনা সভা শেষে মাছ উৎপাদন ও মৎস্য চাষ সম্প্রসারণে কৃতিত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ প্রাতিষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক দেয়া হয় জেলার বৃহত্তর বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘকে। মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় ব্যক্তি উদ্যোক্তা হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন জামালপুর সদর উপজেলার আরিফুল ইসলাম, মেলান্দহ উপজেলার মো. সুজন, দেওয়ানগঞ্জের নাজমুল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন মৎস্য সপ্তাহের কার্যক্রম গ্রাম পর্যায়ে আয়োজন করলে চাষীরা বেশী উপকৃত হতো। সেখানে আমরা সবাই গেলে মাছ চাষের সমস্যা, সম্ভাবনা, পুকুর খননের বিধিবদ্ধ নিয়ম, মাছ চাষের কৌশলসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া যেত। পরবর্তিতে এ ধরণের উদ্বুদ্ধমূলক আয়োজনগুলো গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।