১০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পর্যটন শহর কক্সবাজার পৌরসভার ৬০০ কোটি টাকার বাজেট ঘোষণা

কক্সবাজার পৌরসভার ৫৯৮ কোটি ৮৬ লাখ ৮৬ হাজার ১০১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য এ বাজেট ঘোষনা করা হয়।

বুধবার (৩১ জুলাই) বিকাল ৪ টায় কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট উপস্থাপন করা হয়। কক্সবাজার পৌর মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম তারিকুল আলম।

সভায় ঘোষিত বাজেট পর্যালোচনা করে বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, তিনি বলেন কক্সবাজার পৌরসভার ইতিহাসে এটি একটি যুগান্তকারী সর্ববৃহত্তম বাজেট। এই বাজেট বাস্তবতায়নে পৌর পরিষদ সহ পৌরবাসীকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে।

কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী তার বক্তব্য বলেন, ৬০০ কোটি টাকার বাজেট বেশি বড় বাজেট নয়, এই শহর পর্যটন শহর, এতে আরো ২০০ কোটি টাকা যুক্ত করে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে।

ঘোষিত বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ৪১ কোটি ৩২ লাখ ৯৮ হাজার টাকা। রাজস্ব ব্যয় ৪০ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার টাকা। বাজেটে উন্নয়ন আয় দেখানো হয়েছে সর্বমোট ৫৫২ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার টাকা। এর মধ্যে সরকারী অনুদান ১ কোটি ২২ লাখ টাকা, রাজস্ব উদৃত্ত হতে আয় ৪ কোটি টাকা ও প্রকল্প খাতে অনুদান ৫৪৭ কোটি ৫১ লাখ ৯৬ হাজার টাকা।

উন্নয়ন ব্যায় ধরা হয়েছে ৫৪৯ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার টাকা। এর মধ্যে সরকারী অনুদান ১ কোটি ২২ লাখ টাকা, রাজস্ব উদৃত্ত হতে ব্যায় ৪ কোটি টাকা ও প্রকল্প খাতে ব্যয় ৫৪৪ কোটি ৫১ লাখ ৯৬ হাজার টাকা।

পানি সরবরাহ খাতে দেখানো হয়েছে আয় ৮০ লাখ ৬৫ হাজার টাকা। এ খাতে ব্যয় ৯১ লাখ ৮৫ হাজার টাকা। মুলধন আয় দেখানো হয়েছে ২ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। মুলধন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩২ লাখ ৫৫ হাজার টাকা।

প্রারম্ভিক স্থিতি দেখানো হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ১০১ টাকা ৭১ পয়সা। সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৬ কোটি ৪০ লাখ ৮১ হাজার ১০১ টাকা ৭১ পয়সা।

বাজেট অধিবেশনের সভাপতি কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, কক্সবাজার পৌরসভার সকল কাউন্সিলর ও জনগণকে সাথে নিয়ে এই বাজেট শতভাগ বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। বিশেষ গুরুত্ব দেয়া হবে জলবদ্ধতা নিরসনে।  জন্ম নিবন্ধন সার্ভারে সমস্যা থাকলেও আমরা গুরুত্ব দিয়ে কাজ করবো। যে শিশু জন্ম নেবে এক সপ্তাহের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে তা নিবন্ধন করা হবে। মৃত্যু সনদও আমরা ঘরে ঘরে পৌঁছে দেবো।

জনপ্রিয় সংবাদ

পর্যটন শহর কক্সবাজার পৌরসভার ৬০০ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট সময় : ০৬:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

কক্সবাজার পৌরসভার ৫৯৮ কোটি ৮৬ লাখ ৮৬ হাজার ১০১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য এ বাজেট ঘোষনা করা হয়।

বুধবার (৩১ জুলাই) বিকাল ৪ টায় কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট উপস্থাপন করা হয়। কক্সবাজার পৌর মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম তারিকুল আলম।

সভায় ঘোষিত বাজেট পর্যালোচনা করে বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, তিনি বলেন কক্সবাজার পৌরসভার ইতিহাসে এটি একটি যুগান্তকারী সর্ববৃহত্তম বাজেট। এই বাজেট বাস্তবতায়নে পৌর পরিষদ সহ পৌরবাসীকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে।

কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী তার বক্তব্য বলেন, ৬০০ কোটি টাকার বাজেট বেশি বড় বাজেট নয়, এই শহর পর্যটন শহর, এতে আরো ২০০ কোটি টাকা যুক্ত করে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে।

ঘোষিত বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ৪১ কোটি ৩২ লাখ ৯৮ হাজার টাকা। রাজস্ব ব্যয় ৪০ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার টাকা। বাজেটে উন্নয়ন আয় দেখানো হয়েছে সর্বমোট ৫৫২ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার টাকা। এর মধ্যে সরকারী অনুদান ১ কোটি ২২ লাখ টাকা, রাজস্ব উদৃত্ত হতে আয় ৪ কোটি টাকা ও প্রকল্প খাতে অনুদান ৫৪৭ কোটি ৫১ লাখ ৯৬ হাজার টাকা।

উন্নয়ন ব্যায় ধরা হয়েছে ৫৪৯ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার টাকা। এর মধ্যে সরকারী অনুদান ১ কোটি ২২ লাখ টাকা, রাজস্ব উদৃত্ত হতে ব্যায় ৪ কোটি টাকা ও প্রকল্প খাতে ব্যয় ৫৪৪ কোটি ৫১ লাখ ৯৬ হাজার টাকা।

পানি সরবরাহ খাতে দেখানো হয়েছে আয় ৮০ লাখ ৬৫ হাজার টাকা। এ খাতে ব্যয় ৯১ লাখ ৮৫ হাজার টাকা। মুলধন আয় দেখানো হয়েছে ২ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। মুলধন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩২ লাখ ৫৫ হাজার টাকা।

প্রারম্ভিক স্থিতি দেখানো হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ১০১ টাকা ৭১ পয়সা। সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৬ কোটি ৪০ লাখ ৮১ হাজার ১০১ টাকা ৭১ পয়সা।

বাজেট অধিবেশনের সভাপতি কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, কক্সবাজার পৌরসভার সকল কাউন্সিলর ও জনগণকে সাথে নিয়ে এই বাজেট শতভাগ বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। বিশেষ গুরুত্ব দেয়া হবে জলবদ্ধতা নিরসনে।  জন্ম নিবন্ধন সার্ভারে সমস্যা থাকলেও আমরা গুরুত্ব দিয়ে কাজ করবো। যে শিশু জন্ম নেবে এক সপ্তাহের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে তা নিবন্ধন করা হবে। মৃত্যু সনদও আমরা ঘরে ঘরে পৌঁছে দেবো।