রাজবাড়ীতে ‘ল’ ফোরাম এর উদ্যেগে শহরের বিভিন্ন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের গঠনতন্ত্রের ধারা-২(২.৩) অনুয়ায়ী আর্থ-সামাজিক উন্নয়নের নিমিত্তে তারা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
বৃহস্পতিবার (০৮ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী আদর্শ মহিলা কলেজ ও পরে বহরপুর ডিগ্রি কলেযে গিয়ে তাঁরা এ কর্মসূচি চালায়। তাদের রোপণ করা গাছের মধ্যে রয়েছে ফলজ, ঔষধি ও কাঠের গাছ।
এসময় উপস্থিত ছিলেন ‘ল’ফোরামের সম্মানিত সভাপতি, সহ-সভাপতি ও সদস্যবৃন্দ এবং উক্ত কলেজ সমূহের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ ।
এছাড়াও এ সংগঠন রাজবাড়ী জেলায় বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আইন সহায়তা কর্মসূচিও পালন করেছে।
ন্যায় বিচার ও শৃংখলা প্রতিষ্ঠা, ল’ ফোরাম, রাজবাড়ীর প্রচেষ্টা” শ্লোগানকে ধারণ করে এগিয়ে যাচ্ছে সংগঠনটি।























