কেউ ঝাড়– দিচ্ছেন, কেউ বেলচা হাতে আবর্জনা তুলছেন, কেউ আবার বস্তায় ময়লা ভরছেন।
শনিবার বেলা ১১টায় এমনি দৃশ্য দেখো মেলে ভূঞাপুর বাজারে। শিক্ষার্থীরা তাদের নিজ উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক ও ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। ইবরাহিম খা সরকারি কলেজ ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউটস , রেডক্রিসেন্ট এবং বিডি ক্লিন এর সদস্যরা এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
বৈষম্য বিরোধী একদফা ছাত্র আন্দোলনে সরকার পতনের সময় বিভিন্নভাবে অপরিস্কার হয়ে পড়ে। সেগুলো পরিস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন দেশের সকল শিক্ষার্থীরা। সারা দেশের ন্যায় ভূঞাপুরে রাস্তা ও বিভিন্ন স্থাপনায় জমে থাকা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেন আন্দোলনের সফল ছাত্র-ছাত্রীরা। তারা নিজ দায়িত্বে পৌর শহরের থানা মোড়, বাজার, ও উপজেলা পরিষদসহ বিভিন্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
পরিস্কার পরিছন্নতা অভিযানে অংশ গ্রহণ করেন ভূঞাপুর সরকারী কলেজে ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি’র সার্জেন্ট মাহিম এর নেতৃত্বে তার দল, রোভার স্কাউটস এর নিপুণ ও তানজিম কবির এর নেতৃত্বে তার দল, বিডি ক্লিন এর সাঈম আকন্দ ও রাকিব এর নেতৃত্বে তার দল এবং রেডক্রিসেন্ট এর রাকিব ও রবিনের নেতৃত্বে তার দল এর বিভিন্ন সদস্যরা অংশ গ্রহণ করেন।
এ বিষয়ে তারা বলেন, আসুন সকলে মিলে দেশ গড়ি। এ দেশ আমাদের সবার এটি সুন্দর সু সৃঙ্খলভাবে গুছিয়ে রাখা আমাদের সবার দায়ীত্ব। তাই আমরা নিজ উদ্যোগে এসব করছি।























