সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর পর সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলার অভিযোগ পাওয়া গেছে। ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দিন ৬ আগষ্ট গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রামে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম ও সেচ্ছাসেবক লীগ নেতা আতাউরসহ বেশ কিছু আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়ি ঘরে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সংগ্রাম জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারনে তাদের গ্রাম ছাড়া করার জন্য বাড়িঘরে হামলা ও ভাংচুর চালিয়েছে। তিনি আরো বলেন, তারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল। সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পরপর তারাও এলাকা ছেড়ে চলে যান। ঠিক তার পরের দিন সংগ্রামের বাড়ি ও তার আপন দুই চাচার বাড়িঘরসহ আরো কয়েকটি বাড়িতে হামলা করা হয়েছে।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খাঁন জানান, এ বিষয়ে শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।























