কক্সবাজারের টেকনাফস্থ বিজিবি গোপন সুত্রের সংবাদের ভিত্তিতে হ্নীলা এলাকায় চোরাইপথে আনা ২৯ দশমিক ১৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে। এর সাথে জড়িত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার, ১০ আগস্ট টেকনাফস্থ ব্যাটালিয়ন ২ এর বিজিবি সদস্যরা গোপন খবর পেয়ে হ্নীলা সীমান্ত চৌকির কাছে ফুলের ডেইল নামক এলাকা থেকে মিঢানমার থেকে চোরাইপথে শুল্ক ফাকি দিয়ে আনা ২৯ দশমিক ১৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে। অভিযানকালে চোরাই স্বর্ণ বহনের দ্বায়ে দুইজন মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাকে আটক করতে সমর্থ হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ২৮ কোটি টাকা বলে বিজিবি সুত্রে জানা গেছে।
সুত্র।জানায়, বাংলাদেশে এফডিএমএন ক্যাম্পে অবস্থানরত ইয়াহিয়া খান নামের মিয়ানমারের মংডুর বাসিন্দা রোহিঙ্গা নাগরিক আনোয়ার সাদেকের সহযোগিতায় এ স্বর্ণালংকার বাংলাদেশে পাচার ও বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে। জড়িত ইয়াহিয়া খান (৪৫), পিতা-মৃত লিয়াকত আলী, ১৩ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্প, থানা-উখিয়ার বসবাস করছে। অপর আনোয়ার সাদেক (৪০), পিতা- মৃত মীর আহমেদ, গ্রাম-সুইজা, মংডু, মিয়ানমারে বসবাস করছে স্বীকারোক্তি প্রদান করেছে।
সুত্রমতে, উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার জেলা প্রশাসকের ট্রেজারী শাখায় জমা করে আটককৃত দুইজনের বিরুদ্ধে শুল্ক ফাঁকি ও চোরাচালানী মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।























