কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে, গেলো জুলাই এর ১৮ তারিখ ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিল সমাবেশে,গজারিয়া উপজেলার হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সামনে জামালদি স্টান্ডে এলাকায় হামলার শিকার হওয়ায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার রবিবার সকাল সাড়ে ১১ টায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।এ সময় হামদর্দ বিশ্ববিদ্যালয় সহ গজারিয়া উপজেলার বিভিন্ন স্কুল কলেজ এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রদান ফটক দিয়ে বাহির হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি টি পালন করে।ওই সময় দাবি জানায় আন্দোলনে আহত সকলকে চিকিৎসা সেবা,দেশে যারা মারা গেছে তাদের পরিবারের পাশে আর্থিক ভাবে ধারানো। সে সাথে এ হামলা মামলা,গুম,খুন এর সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা।তখন আন্দোলনের সমন্বয়করা বলেন দাবি না মানা হলে তারা ভবিষ্যতে আরো বড় কর্মসূচি দিবেন বলে জানান।























