কুমিল্লা সহ সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে গুলি করে হত্যা, শিক্ষার্থীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে কুমিল্লার নগরীর বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় সড়কের দেয়াল দেয়ালে চলছে অংকন। এ যেন লেখনির মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রতিবাদের ঝড়। দেয়াল লিখনের মধ্য দিয়ে ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচিও পালন করেছেন তারা।
তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান- কুমিল্লা জোনে কর্ফমরত লেফটেন্যান্ট কর্ণেল রেজা। তিনি বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন সড়কের দেয়ালে প্রতিবাদের লেখনি অংকন করছেন।























