মানিকগঞ্জের শিবালয় থানা বিএনপি’র শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, কিছু সুবিধাবাদী স্বার্থন্বেষী মহল এখন সুযোগ সন্ধানী হয়ে দলে ঢুকতে চাইবে। আমাদের এই দিক খেয়াল রাখতে হবে নতুন লোক দলে ঢুকে যেন ক্ষতি করতে না পারে, এখন সবাই বিএনপি হয়ে গেছে। ত্যাগীরা গত ১৭ বছর অনেক কষ্ট করেছেন। যারা দল করেছেন তারা বোঝেন কত কষ্টে সময় গেছে তাদের। মানিকগঞ্জ ছিল বিএনপি বা ধানের শীর্ষের ঘাঁটি আবার আমরা এসেছি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রশাসনকে আমাদের সহায়তা করতে হবে।
রবিবার সন্ধ্যায় শিবালয় ৪ নাম্বার লঞ্চঘাট যাত্রীছাউনিতে শিবালয় থানা বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠান আয়োজন করা হয় ।
শান্তি সমাবেশ অনুষ্ঠানে শিবালয় থানা বিএনপির সভাপতি রহমত উল্লাহ লাভলু বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির, শিবালয় থানা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, ভজন পন্ডিত, মোহাম্মদ আমির খানসহ স্থানীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।























