সরকার পরিবর্তন ও নুতন সরকার পদার্পনে দেশকে নতুন আঙ্গিকে নিয়ে যাওয়ার প্রত্যাশায় উখিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের দেয়ালে আলপনা অঙ্কনে ব্যস্থ রয়েছে শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবারের আন্দোলন ছিল দ্বিতীয় দফা আন্দোলন। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে শুরু প্রথম দফার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। ওই বছরের ৪ অক্টোবর কোটা প্রথা বাতিল প্রসঙ্গে পরিপত্র জারি করে সরকার। দ্বিতীয় দফা আন্দোলন শুরু হয়েছিল চলতি বছরের ১ জুলাই। তখন শিক্ষার্থীরা তৎকালীন সরকারবিরোধী গ্রাফিতি আঁকেন শিক্ষার্থীরা। দীর্ঘ ৩৬ দিনের আন্দোলনে অবশেষে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এবার সেই শিক্ষার্থীরাই আন্দোলনে শহীদদের স্মরণে এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে গ্রাফিতি আঁকছেন।
আজ সোমবার, ১২আগষ্ট উখিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের কচিকাঁচার ছাত্রছাত্রী সাইমা, সিয়াম জারিফ, আরমানি, ঐশী, রুপসি, হামিদ ও নুরশি একেঁছেন বিভিন্ন আলপনা।























