০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির শান্তি শোভাযাত্রায় দুর্বৃত্তের হামলা

ফরিদপুরের মধুখালি উপজেলার দীঘলিয়ায় বিএনপির শান্তি শোভাযাত্রা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে ১টি মাইক্রোবাস ও ১০/১২ টি মোটরসাইকেল ভাঙচুর করে হামলাকারীরা। হামলায় বেশকিছু নেতা কর্মী মারাত্মক আহত হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ করে যাওয়াতে উদ্ভুত পরিস্থিতিতে দেশব্যাপী ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় ফরিদপুর ১ আসনের  বিএনপির একাংশ শান্তি শোভাযাত্রা বের করে। এতে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল, মাইক্রোবাস, পিক-আপে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।
 শোডাউনটি ১৪ আগস্ট  বুধবার সকালে আলফাডাঙ্গা, বোয়ালমারী উপজেলা হয়ে মধুখালি উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের  দিঘলিয়ায় পৌঁছালে এ হামলা হয়।
এ  সময় ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বোয়ালমারী সরকারি কলেজের  সাবেক ভিপি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনুকে বহন করা গাড়ি ভাঙচুর চালায় তারা। হামলায় কমপক্ষে ১০জন বিএনপির নেতাকর্মী আহত হয়। আহতদের মধুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন- ফরিদপুর -১ আসনের বিএনপির একাংশের নেতা খন্দকার নাসিরুল ইসলামের ইন্ধনে, তারই পালিত সন্ত্রাসী বাহিনী শান্তি শোভাযাত্রায় হামলা চালিয়েছে। দলের শীর্ষনেতা তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা শান্তি প্রতিষ্ঠায় এ শোভাযাত্রা বের করি।
এ ধরনের হামলার তীব্র নিন্দা ও সঠিক বিচার চাই।
এ ঘটনার জের ধরে বিকাল চারটার দিকে বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায় স্থানীয় বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর শেখ আজিজুলের সমর্থক কয়েকজন সন্ত্রাসী বলে অভিযোগ পাওয়া গেছে  ।  সঞ্জয় সাহা ও তার ২ ছেলে বাধা দিলে তাদের  উপর হামলা চালায় ২০/২৫ জনের দুর্বৃত্তের দল । এ হামলায় সঞ্জয় সাহাসহ চারজন মারাত্মক আহত হয়েছে। হামলার সময় মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক  টহলরত সেনাবাহিনীর একটি দল দুইজন হামলাকারীকে আটক করে।
 সঞ্জয় সাহা বলেন- আমি কিছুই জানি না, বাসায় ছিলাম। হঠাৎ ভাঙচুরের শব্দে  বের হয়ে এসে দেখি আমার অফিস ভাঙচুর ও লুটপাট করছে ঝুনু মিয়ার অনুসারী কাউন্সিলর শেখ আজিজুলের লোকজন। আজিজুল হক- শেখ হাসিনার পতনের পর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দাউদের একটি অফিস দখল করেছে ও তার নেতৃত্বে বোয়ালমারীতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন  করেন। এ সময় তিনি বলেন- আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের চিকিৎসা নিতে হাসপাতালে পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
জনপ্রিয় সংবাদ

বিএনপির শান্তি শোভাযাত্রায় দুর্বৃত্তের হামলা

আপডেট সময় : ০৭:৫৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
ফরিদপুরের মধুখালি উপজেলার দীঘলিয়ায় বিএনপির শান্তি শোভাযাত্রা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে ১টি মাইক্রোবাস ও ১০/১২ টি মোটরসাইকেল ভাঙচুর করে হামলাকারীরা। হামলায় বেশকিছু নেতা কর্মী মারাত্মক আহত হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ করে যাওয়াতে উদ্ভুত পরিস্থিতিতে দেশব্যাপী ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় ফরিদপুর ১ আসনের  বিএনপির একাংশ শান্তি শোভাযাত্রা বের করে। এতে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল, মাইক্রোবাস, পিক-আপে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।
 শোডাউনটি ১৪ আগস্ট  বুধবার সকালে আলফাডাঙ্গা, বোয়ালমারী উপজেলা হয়ে মধুখালি উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের  দিঘলিয়ায় পৌঁছালে এ হামলা হয়।
এ  সময় ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বোয়ালমারী সরকারি কলেজের  সাবেক ভিপি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনুকে বহন করা গাড়ি ভাঙচুর চালায় তারা। হামলায় কমপক্ষে ১০জন বিএনপির নেতাকর্মী আহত হয়। আহতদের মধুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন- ফরিদপুর -১ আসনের বিএনপির একাংশের নেতা খন্দকার নাসিরুল ইসলামের ইন্ধনে, তারই পালিত সন্ত্রাসী বাহিনী শান্তি শোভাযাত্রায় হামলা চালিয়েছে। দলের শীর্ষনেতা তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা শান্তি প্রতিষ্ঠায় এ শোভাযাত্রা বের করি।
এ ধরনের হামলার তীব্র নিন্দা ও সঠিক বিচার চাই।
এ ঘটনার জের ধরে বিকাল চারটার দিকে বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায় স্থানীয় বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর শেখ আজিজুলের সমর্থক কয়েকজন সন্ত্রাসী বলে অভিযোগ পাওয়া গেছে  ।  সঞ্জয় সাহা ও তার ২ ছেলে বাধা দিলে তাদের  উপর হামলা চালায় ২০/২৫ জনের দুর্বৃত্তের দল । এ হামলায় সঞ্জয় সাহাসহ চারজন মারাত্মক আহত হয়েছে। হামলার সময় মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক  টহলরত সেনাবাহিনীর একটি দল দুইজন হামলাকারীকে আটক করে।
 সঞ্জয় সাহা বলেন- আমি কিছুই জানি না, বাসায় ছিলাম। হঠাৎ ভাঙচুরের শব্দে  বের হয়ে এসে দেখি আমার অফিস ভাঙচুর ও লুটপাট করছে ঝুনু মিয়ার অনুসারী কাউন্সিলর শেখ আজিজুলের লোকজন। আজিজুল হক- শেখ হাসিনার পতনের পর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দাউদের একটি অফিস দখল করেছে ও তার নেতৃত্বে বোয়ালমারীতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন  করেন। এ সময় তিনি বলেন- আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের চিকিৎসা নিতে হাসপাতালে পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।