০৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে শেখ হাসিনার বিচারের দাবীতে বিএনপির গণমিছিল

গুম-খুন, গণহত্যাকারী, স্বৈরাচার শেখ হাসিনাকে গ্রেফতার ও বিচার এবং সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জামালপুরে গণমিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে গেইটপাড় শফি মিয়া বাজার মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে এই গণমিছিল বের হয়। গণমিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

এসময় মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।

এর আগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী গোলাম নবী, আইনজীবী মঞ্জুর কাদের খান বাবুল, আইনজীবী ফজলুল হক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

এসময় এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, ১৭ বছর পরে দেশের মানুষ সন্ত্রাসমুক্ত, লুটতরাজমুক্ত ও জুলুমমুক্ত বাংলাদেশ পেয়েছে।

তিনি  আরও বলেন, গণহত্যাকারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে রাজনীতির ষড়যন্ত্র করবেন এটা বাংলাদেশের মানুষ মেনে নেবেনা। অবিলম্বে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে গণহত্যার দায়ে ফাঁসি দেওয়ার দাবি জানান তিনি।

তিনি বিএনপিনেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ যদি কোন প্রকার ষড়যন্ত্র করার চেষ্টা করে সাধারণ মানুষকে সাথে নিয়ে তা প্রতিহত করার আহবান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে শেখ হাসিনার বিচারের দাবীতে বিএনপির গণমিছিল

আপডেট সময় : ০৫:১৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

গুম-খুন, গণহত্যাকারী, স্বৈরাচার শেখ হাসিনাকে গ্রেফতার ও বিচার এবং সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জামালপুরে গণমিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে গেইটপাড় শফি মিয়া বাজার মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে এই গণমিছিল বের হয়। গণমিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

এসময় মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।

এর আগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী গোলাম নবী, আইনজীবী মঞ্জুর কাদের খান বাবুল, আইনজীবী ফজলুল হক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

এসময় এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, ১৭ বছর পরে দেশের মানুষ সন্ত্রাসমুক্ত, লুটতরাজমুক্ত ও জুলুমমুক্ত বাংলাদেশ পেয়েছে।

তিনি  আরও বলেন, গণহত্যাকারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে রাজনীতির ষড়যন্ত্র করবেন এটা বাংলাদেশের মানুষ মেনে নেবেনা। অবিলম্বে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে গণহত্যার দায়ে ফাঁসি দেওয়ার দাবি জানান তিনি।

তিনি বিএনপিনেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ যদি কোন প্রকার ষড়যন্ত্র করার চেষ্টা করে সাধারণ মানুষকে সাথে নিয়ে তা প্রতিহত করার আহবান জানান তিনি।