ঢাকা জেলা সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে হয়রানি সহ তৈরি পোশাক শিল্প-কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে যৌথ বাহিনীর সদস্যরা ১৪ জনকে আটক করেছেন ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বিভিন্ন যায়গা থেকে তাদেরকে আটক করেন।
আশুলিয়া এলাকা থেকে আটককৃতরা হলেন,দিনাজপুর জেলার মনির হোসেন (২১), নেত্রকোনা জেলার মো. ইসমাইল (২৪), আলম (২৪), টাঙ্গাইল জেলার ফরহাদ মিয়া (২৪),ময়মনসিংহ জেলার মোস্তাফিজুর রহমান জুলহাস (১৭), ঢাকা জেলার আশুলিয়ার গোরাট এলাকার শাকিল (২৩), ঘোষবাগের আসমা আক্তার (২৮), নিশ্চিন্তপুরের শিমু আক্তার, কুলসুম বেগম, পলাশবাড়ীর মোখলেছুর রহমান(৫০)। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সাভার থেকে আটককৃতদের নাম জানা যায়নি।
এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, মহাসড়কে অবরোধ করে হয়রানি ও শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পাশাপাশি পোশাক কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে, ৩ জনকে সাভার ও ১১ জনকে আশুলিয়া থেকে থেকে আটক করা হয়।























