রাজারহাটে যুবসমাজকে মাদক সেবনের ভয়াবহতা থেকে দূরে রাখতে সাজ্জাদ স্মৃতি স্মরণে আয়োজিত সাজ্জাদ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার উমরমজিদ ইউনিয়নের মন্ডলপাড়া মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে মাদক সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক নাটিকা পরিবেশন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রাম আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে কমিউনিটি এমপাওয়ারমেন্ট ফর ফ্যামিলি এমপাওয়ারমেন্ট এবং সহযোগিতা করে সাজ্জাদ ক্রিকেট ক্লাব।
আলোচনা সভায় বক্তব্য রাখেন এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি কুড়িগ্রামের কর্মকর্তা মকলেছুর রহমান ও রিয়াজ উদ্দিন। তারা এসওএস-এর বিভিন্ন সামাজিক কার্যক্রম তুলে ধরেন এবং মাদকাসক্তির ভয়াবহ পরিণতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অসীম জামায়েল রুশো চৌধুরী, মো. নজরুল ইসলাম (রাজারহাট উপজেলা বিএনপি ও মাদক দমন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি), নজরুল ইসলাম মন্ডল (৪নং ওয়ার্ড ইউপি সদস্য, উমরমজিদ ইউনিয়ন), আলহাজ্ব গোলাম মোস্তফা মন্ডল (অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, ফরকেরহাট কেরামতিয়া উচ্চ বিদ্যালয়), আব্দুস সামাদ ধনি (সাবেক ভাইস চেয়ারম্যান, রাজারহাট উপজেলা পরিষদ)সহ এসওএস-এর ভলান্টিয়ার রাশেদ মিলন, জীবন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় শত শত দর্শনার্থী খেলা, নাটিকা ও আলোচনা সভা স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করেন। আয়োজকরা জানান, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
শু/সবা
























