মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়ার যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ড্রেজারের ছয় জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বাল্কহেড এর দুই জনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে দুইটি কাটার মেশিন জব্দ করে শিবালয় থানার জিম্বায় রাখা হয়েছে ।
শুক্রবার বিকেলে(১৭ জানুয়ারি ) মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়ার যমুনা নদীতে অভিযান চালিয়ে ছয় জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই জনকে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এ দন্ড প্রদান করেন শিবালয় উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত।
ড্রেজারের ছয় জন বিনাশ্রম কারাদণ্ডরা হলেন।
মো রিয়াজ শেখ (২৩)পিতা কুব্বাদ শেখ
পিরোজপুর।
মোঃ ইউনুস (৩৮) পিতা মৃত আব্দুল গনি হাওলাদার পটুয়াখালী।
রেজাউল করিম (২৭) পিতা আরশাদ আলী মোল্লা পাথরঘাটা বরিশাল।
মুক্তার হোসেন (৬০) পিতা মইজুদ্দিন খা, রাজবাড়ী।
মোহাম্মদ আনোয়ার হোসেন (৪৩) পিতা রফিক মিয়া, মুন্সিগঞ্জ
আখতার হোসেন (৪২) পিতা মৃত মাহবুবুর রহমান পিরোজপুর।
বাল্কহেড এর দুই জন বিনাশ্রম কারাদণ্ডরা হলেন
মোঃজসীমউদ্দীন (৪৬)পিতা শাহ আলম, লক্ষ্মীপুর।
ইমান হোসেন (১৭) পিতা মোঃ ফারুক লক্ষ্মীপুর
বিষয়টি নিশ্চিত করে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন জানান,এ ধরনের অপরাধের সাথে কেহ জড়িত হলে বা থাকলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।






















