০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণ সতর্কতা

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার। গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রকাশিত এই সতর্কবার্তায় সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।

যুক্তরাজ্যের ফরেন অফিস জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এ সময় রাজনৈতিক সমাবেশ ও র‍্যালি বাড়তে পারে, যার ফলে জনসমাগম, নিরাপত্তা বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

ব্রিটিশ নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করা এবং যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য বিকল্প পরিকল্পনা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। সতর্কবার্তায় বলা হয়েছে, এসব এলাকায় সহিংসতা ও অপরাধের ঝুঁকি তুলনামূলক বেশি।

সরকারি পরামর্শ উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করলে ভ্রমণ বিমা বাতিল হতে পারে বলেও সতর্ক করেছে যুক্তরাজ্য সরকার। একই সঙ্গে, নিষিদ্ধ এলাকায় ব্রিটিশ নাগরিকদের জরুরি সহায়তা দেওয়ার সক্ষমতা সীমিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর আয়োজনে তিতুমীর কলেজে সরস্বতী পূজা উদযাপন

জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণ সতর্কতা

আপডেট সময় : ০৬:৫৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার। গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রকাশিত এই সতর্কবার্তায় সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।

যুক্তরাজ্যের ফরেন অফিস জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এ সময় রাজনৈতিক সমাবেশ ও র‍্যালি বাড়তে পারে, যার ফলে জনসমাগম, নিরাপত্তা বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

ব্রিটিশ নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করা এবং যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য বিকল্প পরিকল্পনা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। সতর্কবার্তায় বলা হয়েছে, এসব এলাকায় সহিংসতা ও অপরাধের ঝুঁকি তুলনামূলক বেশি।

সরকারি পরামর্শ উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করলে ভ্রমণ বিমা বাতিল হতে পারে বলেও সতর্ক করেছে যুক্তরাজ্য সরকার। একই সঙ্গে, নিষিদ্ধ এলাকায় ব্রিটিশ নাগরিকদের জরুরি সহায়তা দেওয়ার সক্ষমতা সীমিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

শু/সবা