নিখোঁজ হওয়ার চার দিন পর নোয়াখালী জেলার চাটখিল কামিল মাদ্রাসার অবসর প্রাপ্ত শিক্ষক ও চাটখিল পৌরসভার ফতেহপুর গ্রামের বাসিন্দা সিদ্দিক উল্লাহর (৭৮) লাশ গতকাল মঙ্গলবার দুপুরে পুকুর থেকে উদ্ধার করেছে থানা-পুলিশ।
জানা গেছে, গত শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হন সিদ্দিক উল্লাহ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকজন ও এলাকাবাসী সামাজিক যোগাযোগমাধ্যমে ও এলাকায় মাইকিং করে তার সন্ধান চাওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর শহরের সুন্দরপুর গ্রামের লদের বাড়ির একটি পুকুরে এলাকাবাসী তার মরদেহ দেখতে পায়। তারা থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিদ্দিক লাশ উদ্ধার করে এবং পুলিশের জিম্মায় থানায় নিয়ে যায়।
সিদ্দিক উল্লার ছেলে শহিদ উল্লাহ
জানান তার বাবার লাশ পুকুর থেকে উদ্ধারের সময় মাথায় আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন। তার বাবাকে হত্যা করা হয়েছে। চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, সিদ্দিক উল্লাহ মাস্টারের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।






















