১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত হচ্ছে চবি শিক্ষার্থী রিয়াদের কাব্যগ্রন্থ ‘বেথলেহেমের বুকের বারুদ’

অমর একুশে বইমেলা-২০২৫ এ প্রকাশিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ রিয়াদ উদ্দিন -এর প্রথম কাব্যগ্রন্থ ‘বেথলেহেমের বুকের বারুদ’। বইটি প্রকাশিত হবে বয়ান পাবলিকেশন্স, ঢাকা থেকে।পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে মক্তব প্রকাশনের ৪০ নং স্টলে এবং ০১৮২০৯৩৭৮৫১ নাম্বারে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা কল করে।
কাব্যগ্রন্থটিতে ফিলিস্তিন, প্রেম ও ফ্যাসিবাদী সময়ের এক নান্দনিক বয়ান। ভূমিকা লিখেছেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী, বিশিষ্ট কবি, সব্যসাচী লেখক,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক ড. মহীবুল আজিজ। তিনি বলেন: ‘‘মুহাম্মাদ রিয়াদ উদ্দিনের ‘বেথলেহেমের বুকের বারুদ’ তাঁর তরুণ হৃদয়ের আবেগ ও রক্তক্ষরণের প্রকাশ। বর্তমান বিশ্ব এক অগ্নিগর্ভ গোলার্ধ হয়ে উঠেছে এবং কালক্রমে যেন এক ভয়ংকর অগ্নুৎপাতের দিকে তা ধাবমান। রিয়াদের কবিতায় সেই তাপের আভা ও আঁচ টের পাওয়া যাচ্ছে। রিয়াদ উদ্দিনের কবিতায় মধ্যপ্রাচ্য একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাছাড়া সমকালীন জীবনের সংকটেও তাঁর কাব্যিক সাড়া লক্ষ করবার মতো।’’
কবিতা প্রিয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুর রহমান আকিল পাণ্ডুলিপিটি পড়ে বলেন: ‘‘ হাজার হাজার নিরীহ মজলুম মুসলমান, আর জবার রক্তিম ফুটন্ত কলির ন্যায় রক্তাক্ত নিষ্পাপ বালক-বালিকার ঐ করুণ বিদায়ী মুখ এবং  হাজার বিশেক বিধবা নারীর সাদা শাড়ী এবং ঝরে পড়া জলপাই পাতার ধূসর ধ্বংস স্তুপের এক মহা-দলিল কবির এই বেথলেহেমের বুকের বারুদ কাব্যগ্রন্থ ও তার প্রচ্ছদ! কবির এই লেখনিতে আর প্রচ্ছদে প্রেমের সাথে মিশে একাকার হয়ে গেছে মানব বিধ্বংসী ইতিহাসের এক ক্ষরণের কাল! ’’
মুহাম্মাদ রিয়াদ উদ্দিন কাব্যগ্রন্থ প্রকাশ করার আগে একজন কবি হিসেবে পাঠক মহলে নিজেকে বেশ বিশ্বস্ততা অর্জন করেছেন, তারপর কাব্যগ্রন্থ প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন। কাব্যগ্রন্থটি সম্পর্কে বাংলাদেশের বিশিষ্ট প্রতীকবাদী কবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুজন আরিফ বলেন: ‘‘কবিতার করদ রাজ্যে মুহাম্মাদ রিয়াদ উদ্দিন এক পরিশ্রমী প্রজা। এই প্রজার প্রথম চাষাবাদকৃত ফসল ‘বেথলেহেমের বুকের বারুদ’। মধ্যপ্রাচ্য পেরিয়ে এই বারুদ ছড়িয়ে পড়েছে বঙ্গীয় জনপদে। ফ্যাসিবাদি সময়ের পাটাতনে প্রেমের শরাব পান করে রিয়াদ উদ্দিন বারুদ এবং ভালোবাসার এক অভিনব মিশ্রণ ঘটিয়েছেন।’’
উল্লেখ্য, মুহাম্মাদ রিয়াদ উদ্দিন নিঝুম দ্বীপের দেশ নোয়াখালীর সবুজ-শ্যামল ও অনিন্দ্য সুন্দর উপজেলা সুবর্ণচরে জন্মগ্রহণ করেন। পড়ালেখা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। দীর্ঘ সময় ধরে নিয়মিত লিখছেন দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায়। যার মাঝে দৈনিক ইত্তেফাক, কালের কণ্ঠ, প্রথম আলো, নয়াদিগন্ত, কালবেলা, খোলা কাগজ, The Financial Express ও The Daily Observer উল্লেখযোগ্য। কবিতা, কলাম, গল্প, প্রবন্ধ ও ফিচার প্রভৃতিসহ বিভিন্ন বিষয়ে লিখলেও মূলত তাঁর বিশেষ আগ্রহ ও স্বাতন্ত্র্যবোধ কবিতার প্রতি। ‘বেথলেহেমের বুকের বারুদ’ এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ।
জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর আয়োজনে তিতুমীর কলেজে সরস্বতী পূজা উদযাপন

প্রকাশিত হচ্ছে চবি শিক্ষার্থী রিয়াদের কাব্যগ্রন্থ ‘বেথলেহেমের বুকের বারুদ’

আপডেট সময় : ০১:৩২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
অমর একুশে বইমেলা-২০২৫ এ প্রকাশিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ রিয়াদ উদ্দিন -এর প্রথম কাব্যগ্রন্থ ‘বেথলেহেমের বুকের বারুদ’। বইটি প্রকাশিত হবে বয়ান পাবলিকেশন্স, ঢাকা থেকে।পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে মক্তব প্রকাশনের ৪০ নং স্টলে এবং ০১৮২০৯৩৭৮৫১ নাম্বারে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা কল করে।
কাব্যগ্রন্থটিতে ফিলিস্তিন, প্রেম ও ফ্যাসিবাদী সময়ের এক নান্দনিক বয়ান। ভূমিকা লিখেছেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী, বিশিষ্ট কবি, সব্যসাচী লেখক,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক ড. মহীবুল আজিজ। তিনি বলেন: ‘‘মুহাম্মাদ রিয়াদ উদ্দিনের ‘বেথলেহেমের বুকের বারুদ’ তাঁর তরুণ হৃদয়ের আবেগ ও রক্তক্ষরণের প্রকাশ। বর্তমান বিশ্ব এক অগ্নিগর্ভ গোলার্ধ হয়ে উঠেছে এবং কালক্রমে যেন এক ভয়ংকর অগ্নুৎপাতের দিকে তা ধাবমান। রিয়াদের কবিতায় সেই তাপের আভা ও আঁচ টের পাওয়া যাচ্ছে। রিয়াদ উদ্দিনের কবিতায় মধ্যপ্রাচ্য একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাছাড়া সমকালীন জীবনের সংকটেও তাঁর কাব্যিক সাড়া লক্ষ করবার মতো।’’
কবিতা প্রিয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুর রহমান আকিল পাণ্ডুলিপিটি পড়ে বলেন: ‘‘ হাজার হাজার নিরীহ মজলুম মুসলমান, আর জবার রক্তিম ফুটন্ত কলির ন্যায় রক্তাক্ত নিষ্পাপ বালক-বালিকার ঐ করুণ বিদায়ী মুখ এবং  হাজার বিশেক বিধবা নারীর সাদা শাড়ী এবং ঝরে পড়া জলপাই পাতার ধূসর ধ্বংস স্তুপের এক মহা-দলিল কবির এই বেথলেহেমের বুকের বারুদ কাব্যগ্রন্থ ও তার প্রচ্ছদ! কবির এই লেখনিতে আর প্রচ্ছদে প্রেমের সাথে মিশে একাকার হয়ে গেছে মানব বিধ্বংসী ইতিহাসের এক ক্ষরণের কাল! ’’
মুহাম্মাদ রিয়াদ উদ্দিন কাব্যগ্রন্থ প্রকাশ করার আগে একজন কবি হিসেবে পাঠক মহলে নিজেকে বেশ বিশ্বস্ততা অর্জন করেছেন, তারপর কাব্যগ্রন্থ প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন। কাব্যগ্রন্থটি সম্পর্কে বাংলাদেশের বিশিষ্ট প্রতীকবাদী কবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুজন আরিফ বলেন: ‘‘কবিতার করদ রাজ্যে মুহাম্মাদ রিয়াদ উদ্দিন এক পরিশ্রমী প্রজা। এই প্রজার প্রথম চাষাবাদকৃত ফসল ‘বেথলেহেমের বুকের বারুদ’। মধ্যপ্রাচ্য পেরিয়ে এই বারুদ ছড়িয়ে পড়েছে বঙ্গীয় জনপদে। ফ্যাসিবাদি সময়ের পাটাতনে প্রেমের শরাব পান করে রিয়াদ উদ্দিন বারুদ এবং ভালোবাসার এক অভিনব মিশ্রণ ঘটিয়েছেন।’’
উল্লেখ্য, মুহাম্মাদ রিয়াদ উদ্দিন নিঝুম দ্বীপের দেশ নোয়াখালীর সবুজ-শ্যামল ও অনিন্দ্য সুন্দর উপজেলা সুবর্ণচরে জন্মগ্রহণ করেন। পড়ালেখা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। দীর্ঘ সময় ধরে নিয়মিত লিখছেন দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায়। যার মাঝে দৈনিক ইত্তেফাক, কালের কণ্ঠ, প্রথম আলো, নয়াদিগন্ত, কালবেলা, খোলা কাগজ, The Financial Express ও The Daily Observer উল্লেখযোগ্য। কবিতা, কলাম, গল্প, প্রবন্ধ ও ফিচার প্রভৃতিসহ বিভিন্ন বিষয়ে লিখলেও মূলত তাঁর বিশেষ আগ্রহ ও স্বাতন্ত্র্যবোধ কবিতার প্রতি। ‘বেথলেহেমের বুকের বারুদ’ এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ।