দেশব্যাপী ধর্ষণসহ অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ
এর দাবী তুলে সড়কে অবস্থান নিয়ে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন
করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে শহরের
উত্তর তেমুহনীতে সমবেত হয়ে নানা শ্লোগান মুখরিত হয়ে মিছিল শুরু করে তারা।
শহরের প্রধান সড়ক প্রদিক্ষিন শেষে পুনরায় উত্তর তেমুহনী এলাকায় প্রেসক্লাবের
সামনে এসে সড়কে বসে ঘন্টাব্যাপি অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এতে সরকারি কলেজ, আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়, পলেটেকনিক ইনস্টিউট, দালাল
বাজার ডিগ্রী কলেজ ও ভিক্টোরিয়া কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন অ্যাঞ্জেল, সিয়াম, সৈয়দা হাফসা, আফিয়া ইবনাত প্রমুখ।
এসব শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ, নারী নির্যাতন,
ছিনতাই, ডাকাতি, গুম ও খুনের সংখ্যা লাগাতার বৃদ্ধি পাচ্ছে, এতে আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী অনেকটাই নিষ্কৃয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা প্রশ্নবিদ্ধ
তাই অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে তাদের এ কর্মসুচি
বলে জানান। দায়িত্ব পালনে ব্যার্থ হলে পদত্যাগ করতে হবে তানহালে কঠোর
আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।
শিরোনাম
ধর্ষণসহ আইনশৃংখলার অবনতির প্রতিবাদে ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবীতে সড়কে অবস্থান করে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
-
লক্ষ্মীপুর প্রতিনিধি - আপডেট সময় : ০৫:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- ।
- 49
জনপ্রিয় সংবাদ





















