নওগাঁর বদলগাছীতে জামায়াতের উদ্যোগে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ (মঙ্গলবার) দুপুর ২টায় পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয় মাঠে পাহাড়পুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী পাহাড়পুর ইউনিয়ন শাখার আমির মাওলানা মোঃ আব্দুল হাকিম এর সভাপতিত্বে ও আব্দুস সামাদ এর পরিচালনায় ( সভাপতি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন) আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারী, সাবেক ছাত্রনেতা ও জাতীয় সংসদ সদস্য ৪৮, নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী জামায়াত মনোনীত এম.পি পদপ্রার্থী অধ্যাপক মাওঃ মোঃ মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য,আ.ন.ম লুৎফর রহমান,
ঢাকা ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ মোঃ হাফিজার রহমান,
বদলগাছী উপজেলা জামায়াতের আমীর মাওঃ ইয়াছিন আলী। আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত কর্ম পরিষদ উন্নতম সদস্য মোঃ কামরুজ্জামান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বদলগাছী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জোবায়ের আলম মাহমুদ, বাংলাদেশ জামায়াতে ইসলাম পাহাড়পুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আফতাব হোসেন, বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমুখ।





















