চট্টগ্রাম নগরীতে মূল্য তালিকা হালনাগাদ না থাকা, দোকানের বিভিন্ন লাইসেন্স না
থাকা, পণ্যের মোড়কে উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা নানান
অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
নগরীর তিনপুলের মাথার গোলাম রসুল মার্কেট, বহদ্দারহাট বাজারে পাহাড়তলী ও অলংকার
মোড়ের কাঁচাবাজারে একাধিক টিম এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
নগরের তিনপুলের মাথার গোলাম রসুল মার্কেটে রমজান মাসে নিত্যপণ্যের বাজার
তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, চট্টগ্রামের সহকারী
কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনীন সেতু ও মোঃ
আসিফ জাহান সিকদার।
এ সময় মূল্য তালিকা হালনাগাদ না থাকা, দোকানের বিভিন্ন লাইসেন্স না থাকা, পণ্যের
মোড়কে উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ২টি মামলায় মোট ২৩
জরিমানা করা হয়।
বহদ্দারহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন চান্দগাঁও সার্কেলের সহকারী
কমিশনার(ভূমি) ভূমি অফিস ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান।
এসময় দোকানে প্রদর্শিত মূল্য তালিকার দরের চাইতে বেশি দরে লেবু বিক্রির কারণে
১টি মামলায় ভোক্তা অধিকার আইনে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বহদ্দারহাট
বাজারের অন্যান্য দোকানে পণ্যে মূল্য ও ওজন যাচাই করা হয়।
এদিকে পাহাড়তলী ও অলংকার মোড়ের কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন কাট্টলী
সার্কেলর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী
হাসান। এ সময় ভোক্তা অধিকার আইনে ২টি মামলায় মোট ৪ হাজার জরিমানা করা হয়।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয়
এবং মজুতদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের
নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে জানায়
জেলা প্রশাসন।
শিরোনাম
চট্টগ্রাম বাজারে জেলা প্রশাসনের অভিযান, জরিমানা
-
চট্টগ্রাম ব্যুরো - আপডেট সময় : ০৪:৩০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- ।
- 105
জনপ্রিয় সংবাদ






















