১০:২৫ অপরাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে মুসলিমদের উপর হামলার প্রতিবাদে চবিতে বিক্ষোভ সমাবেশ 

ভারতে মুসলমানদের উপর ক্রমাগত হামলা ও ধর্মীয় স্থাপনা ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (১৬ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মোড়ে সাম্রাজ্য বিরোধী মঞ্চের উদ্যোগে আয়োজিত সমাবেশে অংশ নেয় শিক্ষার্থীরা।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, লড়াই করো একসাথে; দিল্লি না ঢাকা,ঢাকা ঢাকা; ভারতীয় দালালেরা, হুশিয়ার সাবধান; আজাদী না গোলামী,আজাদী আজাদী ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে উঠে জিরো পয়েন্ট মোড়।
পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এসময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ইসহাক ভূঁইয়া, আরবি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আবরার ফারাবি, ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আব্দুর রহমান।
এসময় ইংরেজি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী ইসহাক ভূঁইয়া বলেন, আমরা দেখেছি ভারত থেকে আমাদেরকে এতদিন সুশীলতা আর সাম্প্রদায়িকতার বয়ান শুনিয়েছে। আজ তারা নিজেরাই ভারতের মুসলমানদের উপর প্রতিনিয়ত অত্যাচার চালিয়ে যাচ্ছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কঠিন হুশিয়ারি দিচ্ছি দ্রুত সময়ের মধ্যে মুসলমানদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। ভারতবর্ষে আর কোন মুসলিমের উপর যেন কোন নির্যাতন না হয়।
জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে আল হাবিব ইন্টা.ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীরা মাঝে বই বিতরণ

ভারতে মুসলিমদের উপর হামলার প্রতিবাদে চবিতে বিক্ষোভ সমাবেশ 

আপডেট সময় : ০৯:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
ভারতে মুসলমানদের উপর ক্রমাগত হামলা ও ধর্মীয় স্থাপনা ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (১৬ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মোড়ে সাম্রাজ্য বিরোধী মঞ্চের উদ্যোগে আয়োজিত সমাবেশে অংশ নেয় শিক্ষার্থীরা।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, লড়াই করো একসাথে; দিল্লি না ঢাকা,ঢাকা ঢাকা; ভারতীয় দালালেরা, হুশিয়ার সাবধান; আজাদী না গোলামী,আজাদী আজাদী ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে উঠে জিরো পয়েন্ট মোড়।
পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এসময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ইসহাক ভূঁইয়া, আরবি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আবরার ফারাবি, ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আব্দুর রহমান।
এসময় ইংরেজি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী ইসহাক ভূঁইয়া বলেন, আমরা দেখেছি ভারত থেকে আমাদেরকে এতদিন সুশীলতা আর সাম্প্রদায়িকতার বয়ান শুনিয়েছে। আজ তারা নিজেরাই ভারতের মুসলমানদের উপর প্রতিনিয়ত অত্যাচার চালিয়ে যাচ্ছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কঠিন হুশিয়ারি দিচ্ছি দ্রুত সময়ের মধ্যে মুসলমানদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। ভারতবর্ষে আর কোন মুসলিমের উপর যেন কোন নির্যাতন না হয়।