নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত মাদ্রাসার শিক্ষার্থীরা। মাদ্রাসার সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক দিবস পালন করায় বই উৎসব শুরু হয় বৃহস্পতিবার ও শনিবার (১ ও ৩) জানুয়ারি। নতুন শিক্ষা বছরে সকল শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুন বই।
জানা গেছে, শীতের কনকনে ঠাণ্ডা বাতাস উপেক্ষা করে আল হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীরা এসেছে নতুন বই নিতে। মাদ্রাসায় এসে নতুন বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা সকল শিক্ষার্থীরা। তাদের উচ্ছ্বাস আর উল্লাসে মুখর হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। আকর্ষণীয় ও দৃষ্টি নন্দিত নতুন বই হাতে পেয়ে সকল শিশুরা উল্টেপাল্টে দেখেছে কি কি আছে বইয়ের পাতায়। নতুন পাঠ্যবই পেয়ে নতুন বইয়ের গন্ধে শিশুদের আনন্দ ও প্রাণখোলা হাসি যেন নজর জুড়ানো। এই বই উৎসবে মাদ্রাসার শিশু শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত প্রায় শতাধিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।

এক শিশু শিক্ষার্থীর বই হাতে নিয়ে তার অভিভাবক জানান, শিশু শিক্ষার্থীদের এ আনন্দ যেনো প্রকাশ করার মতো নয়। ছেলে-মেয়েরা যখন নতুন শ্রেণীতে উত্তীর্ণ হয় তখন যেমন আনন্দ, তেমনি আনন্দ হয় তাদের নতুন বই হাতে পাওয়ার পর। আজও তেমনি আনন্দ হচ্ছে। তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেই দোয়া করবেন।
আল হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা ইয়াসিন বিন হাবিব বলেন, প্রতি বছরের ন্যায় নতুন শিক্ষা বর্ষে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া সত্যিই এক আনন্দের বিষয়। শিশুদের এই আনন্দ আমার কাছে অনুপ্রেরণা।
প্রতিষ্ঠানের মোহতামিম ও ইউসুফগঞ্জ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা এইচ এম মাহফুজ বিন হাবিব বলেন, ৩ দিনের রাষ্ট্রীয় শোকের মাঝেও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে প্রতি বছররের ন্যায় এবছরও সরকারের পক্ষ থেকে নতুন বই তুলে দেয়া হয়েছে। নতুন বই পেয়ে শিশুরাও উচ্ছ্বাসিত।

এছাড়া বিভিন্ন স্কুল-মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও এই নতুন বই বিতরণ উৎসব আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে।
বই বিতরণের পূর্বে সম্মানিত পরিচালক ইয়াসিন বিন হাবিব মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান শিক্ষাপটে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে আমাদের প্রতিষ্ঠানটি ব্যতিক্রম। তরুন এবং প্রশিক্ষণ প্রাপ্ত একঝাঁক শিক্ষকমণ্ডলী দ্বারা মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। শুধুমাত্র শিক্ষা নয়, সু-শিক্ষা প্রদান করাই আমাদের অঙ্গিকার। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। যে দেশের জাতি যতো বেশি শিক্ষিত, সে দেশ ততো বেশি উন্নত। নতুন বছরে তোমরা তোমাদের নতুন বই পেয়েছো। তাই আমি আশা করি, আগামীতে তোমরা লেখাপড়ায় আরও বেশি মনোযোগী হয়ে ভালো করবে এবং এখান থেকে পাশ করে বড় একজন প্রতিষ্ঠিত আলেম, হাফেজ ও মাওলানা হয়ে মানুষকে ইসলামের সঠিক পথের নির্দেশনা দিবে। পাশাপাশি দেশ ও জনগণের সেবায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদেও নিয়োজিত হবে।
বই বিতরণের পর দোয়া অনুষ্ঠিত হয়। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
এমআর/সবা




















