গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বসতবাড়ির ২২টি কক্ষ এবং মালামাল পুড়ে ছাই হয়ে গেছে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যায় এবং ৪০মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার(১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার
দোখলা গ্রামের শাকিল বেপারীর ভাড়া বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বসতঘরের ভিতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে মালামাল পুড়ে কোটির টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শাকিল বেপারীর ভাড়া বাসায় আগুন লাগে। তারপর আগুন দ্রুতই পার্শ্ববর্তী বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ২২টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস আসার আগেই সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে। ভুক্তভোগী একাধিক পরিবার জানান, সকালে বাসা থেকে অফিসে আসার পর সকাল ১০টার দিকে বাসায় আগুন লাগার খবর পাই। পরে গিয়ে দেখি ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ভাড়াটিয়া রুবেল বলেন, ‘সকাল ১০টার দিকে আমি ফোন পাই। পরে গিয়ে দেখি আমার বাসা পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।’ শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনে ২২টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
শিরোনাম
শ্রীপুরে বসতবাড়ির ২২টি কক্ষ পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
-
শ্রীপুর প্রতিনিধি - আপডেট সময় : ০৪:০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- ।
- 53
জনপ্রিয় সংবাদ






















