০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়: বেরোবিতে সর্বোচ্চ অংশগ্রহণ

একটি স্বপ্নপূরণের পথে আজ সারাদেশের হাজারো শিক্ষার্থীর কণ্ঠে শোনা গেছে প্রতিজ্ঞার ধ্বনি। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার (৯ মে)। দেশের বিভিন্ন অঞ্চলের মতো রংপুরেও ছিল ব্যতিক্রমী প্রস্তুতি ও বিপুল অংশগ্রহণ।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর অঞ্চলের ১১টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বমোট ২৭ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে গুচ্ছ পদ্ধতিতে এবারও রংপুর অঞ্চল ছিল অন্যতম প্রাণকেন্দ্র।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রেই অংশগ্রহণ করেছে ২ হাজার ৯৯৪ জন। অন্যান্য কেন্দ্রে যেমন কারমাইকেল কলেজে ৩ হাজার ৫৯১ জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ৪ হাজার ৩৩৭ জনসহ মোট ১১টি কেন্দ্রে পরীক্ষার্থীর উপস্থিতির হার ছিল ৯২.৩৮%। যদিও পরীক্ষার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ছিল, তবুও বেরোবি কেন্দ্রে একজন ভুয়া পরীক্ষার্থী ধরা পড়ে।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি জানান, “গুচ্ছ পদ্ধতির কারণে শিক্ষার্থীরা যেমন যাতায়াত ও খরচের ঝামেলা থেকে রক্ষা পেয়েছে, তেমনি বিশ্ববিদ্যালয়গুলোর ওপরও চাপ কমেছে। এত সুন্দর, সুশৃঙ্খল আয়োজনের জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।”

বিকেলে বেরোবি কেন্দ্রে অনুষ্ঠিত হয় আর্কিটেকচারের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা, যেখানে ২৫৫ জন শিক্ষার্থী অংশ নেন।

প্রসঙ্গত, ভর্তি সংক্রান্ত আসন বিন্যাস, ফলাফল ও নির্দেশনা পাওয়া যাবে https://gstadmission.ac.bd ওয়েবসাইটে।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে আল হাবিব ইন্টা.ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীরা মাঝে বই বিতরণ

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়: বেরোবিতে সর্বোচ্চ অংশগ্রহণ

আপডেট সময় : ০৪:৪৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

একটি স্বপ্নপূরণের পথে আজ সারাদেশের হাজারো শিক্ষার্থীর কণ্ঠে শোনা গেছে প্রতিজ্ঞার ধ্বনি। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার (৯ মে)। দেশের বিভিন্ন অঞ্চলের মতো রংপুরেও ছিল ব্যতিক্রমী প্রস্তুতি ও বিপুল অংশগ্রহণ।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর অঞ্চলের ১১টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বমোট ২৭ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে গুচ্ছ পদ্ধতিতে এবারও রংপুর অঞ্চল ছিল অন্যতম প্রাণকেন্দ্র।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রেই অংশগ্রহণ করেছে ২ হাজার ৯৯৪ জন। অন্যান্য কেন্দ্রে যেমন কারমাইকেল কলেজে ৩ হাজার ৫৯১ জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ৪ হাজার ৩৩৭ জনসহ মোট ১১টি কেন্দ্রে পরীক্ষার্থীর উপস্থিতির হার ছিল ৯২.৩৮%। যদিও পরীক্ষার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ছিল, তবুও বেরোবি কেন্দ্রে একজন ভুয়া পরীক্ষার্থী ধরা পড়ে।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি জানান, “গুচ্ছ পদ্ধতির কারণে শিক্ষার্থীরা যেমন যাতায়াত ও খরচের ঝামেলা থেকে রক্ষা পেয়েছে, তেমনি বিশ্ববিদ্যালয়গুলোর ওপরও চাপ কমেছে। এত সুন্দর, সুশৃঙ্খল আয়োজনের জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।”

বিকেলে বেরোবি কেন্দ্রে অনুষ্ঠিত হয় আর্কিটেকচারের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা, যেখানে ২৫৫ জন শিক্ষার্থী অংশ নেন।

প্রসঙ্গত, ভর্তি সংক্রান্ত আসন বিন্যাস, ফলাফল ও নির্দেশনা পাওয়া যাবে https://gstadmission.ac.bd ওয়েবসাইটে।