১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খোরাকির দেশে সুশাসন তামাশা

অর্থনৈতিক, কি সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাংলাদেশের গ্রামীণ সমাজে অনুপস্থিত। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নির্ভরশীল খোরাকির উপর। জনপদের দ্রুত বর্ধনশীল পেশা অটোচালনার সময় একজন চালক তার শ্রমঘণ্টা, গাড়ির মেইনটেনেন্স ও অন্যান্য কোনো খরচ আমলে নেন না। তিনি শুধু ভাবেন নিজের ও পরিবারের দৈনিক খোরাকির খরচটুকু উঠলো কিনা তা নিয়ে।
কৃষি প্রধান দেশে কৃষকের ভাবনাও এর ভিন্ন নয়। সারা মৌসুমের শ্রম, জমির ওপর খরচ তিনি হিসাবে রাখেন না। ফসল সংগ্রহ ও বিক্রি শেষে তিনি উদ্বিগ্ন থাকেন বছরের বাকি সময় পরিবার নিয়ে ভাত জুটবে কিনা তা নিয়ে।
দেশের বেশিরভাগ মানুষের এই অর্থনৈতিক দশার জন্য দায়ী ৫০ বছরের বেশির ভাগ সময় যারা গদি দখল করেছে সেই রাজনৈতিক দলগুলো। খোরাকি বৃত্তিকে টিকিয়ে রাখেও তারা। গ্রামীণ সমাজে প্রতিটি ক্ষেত্রেই এরা মধ্যস্বত্বভোগী টাউট। এদের মিছিল, মিটিং ও স্থানীয় রাজনৈতিক কার্যালয়ে শোডাউনের বিনিময়ে এরা মানুষের দৈনিক খোরাকির দাম চুকায়। সমাজের উপরের বিত্ত মাঝের টাউটদের ভাগবাটোয়ারা শেষে চুইয়ে নিচে পৌঁছায়।
এই বাস্তবতায় আইনের শাসন ও ক্ষমতা কাঠামোয় সংস্কারের প্রতিধ্বনি একদমই যুৎসই কিছু না। শুধু শহুরে মধ্যবিত্তের কাছে এসব কথা গ্রাহ্য হয় কিছুটা। বাকিদের মাথার ওপর দিয়ে যায় এসব।
খোরাকি নির্ভর অর্থ ব্যবস্থা দেশে দুর্বৃত্ত রাজনৈতিক দলের শাসন নিশ্চিত করে। আমরা ভাতের ক্ষুধায় মত্ত নিরন্ন জনতা। সুশাসন নিশ্চিতের তাবৎ শব্দরাশি আজ পর্যন্ত এই বাংলায় নিখাঁদ তামাশা।
এমআর/সব

জনপ্রিয় সংবাদ

নায়ক রিয়াজের মৃত্যুসংবাদ ফেসবুকে, যা জানাল পরিবার

খোরাকির দেশে সুশাসন তামাশা

আপডেট সময় : ০৯:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

অর্থনৈতিক, কি সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাংলাদেশের গ্রামীণ সমাজে অনুপস্থিত। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নির্ভরশীল খোরাকির উপর। জনপদের দ্রুত বর্ধনশীল পেশা অটোচালনার সময় একজন চালক তার শ্রমঘণ্টা, গাড়ির মেইনটেনেন্স ও অন্যান্য কোনো খরচ আমলে নেন না। তিনি শুধু ভাবেন নিজের ও পরিবারের দৈনিক খোরাকির খরচটুকু উঠলো কিনা তা নিয়ে।
কৃষি প্রধান দেশে কৃষকের ভাবনাও এর ভিন্ন নয়। সারা মৌসুমের শ্রম, জমির ওপর খরচ তিনি হিসাবে রাখেন না। ফসল সংগ্রহ ও বিক্রি শেষে তিনি উদ্বিগ্ন থাকেন বছরের বাকি সময় পরিবার নিয়ে ভাত জুটবে কিনা তা নিয়ে।
দেশের বেশিরভাগ মানুষের এই অর্থনৈতিক দশার জন্য দায়ী ৫০ বছরের বেশির ভাগ সময় যারা গদি দখল করেছে সেই রাজনৈতিক দলগুলো। খোরাকি বৃত্তিকে টিকিয়ে রাখেও তারা। গ্রামীণ সমাজে প্রতিটি ক্ষেত্রেই এরা মধ্যস্বত্বভোগী টাউট। এদের মিছিল, মিটিং ও স্থানীয় রাজনৈতিক কার্যালয়ে শোডাউনের বিনিময়ে এরা মানুষের দৈনিক খোরাকির দাম চুকায়। সমাজের উপরের বিত্ত মাঝের টাউটদের ভাগবাটোয়ারা শেষে চুইয়ে নিচে পৌঁছায়।
এই বাস্তবতায় আইনের শাসন ও ক্ষমতা কাঠামোয় সংস্কারের প্রতিধ্বনি একদমই যুৎসই কিছু না। শুধু শহুরে মধ্যবিত্তের কাছে এসব কথা গ্রাহ্য হয় কিছুটা। বাকিদের মাথার ওপর দিয়ে যায় এসব।
খোরাকি নির্ভর অর্থ ব্যবস্থা দেশে দুর্বৃত্ত রাজনৈতিক দলের শাসন নিশ্চিত করে। আমরা ভাতের ক্ষুধায় মত্ত নিরন্ন জনতা। সুশাসন নিশ্চিতের তাবৎ শব্দরাশি আজ পর্যন্ত এই বাংলায় নিখাঁদ তামাশা।
এমআর/সব