“হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওসাপ নগরীর শহীদনগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্ব হাতধোয়া দিবস ২০২৫ উদযাপন করেছে। অনুষ্ঠানে প্রায় ৬০০ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার সাজিয়া আরেফিন মুন্নি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী গোলাম মোরশেদ, ইউনিসেফ চট্টগ্রামের কর্মকর্তা আরিফুল মাওলা, চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী মুনিরুল ইসলাম এবং ওসাপের অপারেশন ম্যানেজার মোহাম্মদ খোরশেদ।
ওসাপের অপারেশন ম্যানেজার মোহাম্মদ খোরশেদ জানান, গত ৪ বছরে চট্টগ্রাম নগরীর প্রায় ৭৫,০০০ অধিবাসীকে হাতধোয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যভ্যাস উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া নগরীর ৪১টি প্রাথমিক বিদ্যালয়ে জেন্ডার ভিত্তিক টয়লেট এবং কমিউনিটি পর্যায়ে ৪৩৮টি নারী-বান্ধব টয়লেট নির্মাণ করা হয়েছে। তিনি বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, চলতি বছরের ওয়াস খাতে বরাদ্দ ২৩% কমানো হয়েছে যা বিস্ময়কর।
জনস্বাস্থ্য প্রকৌশলী গোলাম মোরশেদ বলেন, নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে রোগ জীবাণুর বিস্তার কমানো সম্ভব এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে অনুপস্থিতি হ্রাস পায়। ফলে তারা সুস্থ নাগরিক হিসেবে বড় হতে পারে।
প্রধান অতিথি মোহাম্মদ আশরাফুল আমিন ওসাপের ওয়াস সম্পর্কিত কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পাশাপাশি সকল নাগরিককে পরিবেশ দূষণ রোধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, শিশু-কিশোরের সুস্থ্যতা নিশ্চিত করতে এবং সুস্থ নাগরিক হিসেবে গড়ে উঠতে নিরাপদ স্বাস্থ্য ও নিয়মিত হাত ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের সমাপনীতে শিক্ষার্থীরা হাতধোয়ার প্রদর্শনী দেখান এবং হাতধোয়া-কেন্দ্রিক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এমআর/সবা

























