০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের উচ্চশিক্ষার আধুনিকায়নে মিশ্র শিক্ষণ পদ্ধতি গুরুত্বপূর্ণ: বেরোবি উপাচার্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে ব্লেনডেড লার্নিং বা মিশ্র শিক্ষণ পদ্ধতি বর্তমানে শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বলেন, এই শিক্ষণ পদ্ধতিতে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান এবং অনলাইন শিক্ষার সমন্বয় ঘটানো হয়। ব্লেনডেড লার্নিং পদ্ধতি বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও দক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
বুধবার (২৫ জুন, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ইনোভেটিং ইউনিভার্সিটি টিচিং থ্রু ব্লেনডেড লার্নিং: স্ট্রাটেজিকস, টুলস এন্ড প্র্যাকটিসেস ফর দ্যা মডার্ন ক্লাসরুম’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে ব্লেনডেড লার্নিং পদ্ধতির সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন সরকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল অংশীজনের সম্মিলিত উদ্যোগ।

কর্মশালায় সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। কর্মশালায় ‘মিশ্র শিক্ষণ পদ্ধতি’-এর প্রয়োগ ও কৌশলসহ বিভিন্ন বিষয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর স্কুল অব বিজসেনের ডিন এবং আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোস্তফা মাহমুদ হাসান। উক্ত কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ এবং ড. মোঃ আব্দুর রকিব উপস্থিত ছিলেন।
এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মা নিজেই নদীতে ফেলার ঘটনা স্বীকার, শিশু জীবিত উদ্ধার

দেশের উচ্চশিক্ষার আধুনিকায়নে মিশ্র শিক্ষণ পদ্ধতি গুরুত্বপূর্ণ: বেরোবি উপাচার্য

আপডেট সময় : ০৬:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে ব্লেনডেড লার্নিং বা মিশ্র শিক্ষণ পদ্ধতি বর্তমানে শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বলেন, এই শিক্ষণ পদ্ধতিতে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান এবং অনলাইন শিক্ষার সমন্বয় ঘটানো হয়। ব্লেনডেড লার্নিং পদ্ধতি বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও দক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
বুধবার (২৫ জুন, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ইনোভেটিং ইউনিভার্সিটি টিচিং থ্রু ব্লেনডেড লার্নিং: স্ট্রাটেজিকস, টুলস এন্ড প্র্যাকটিসেস ফর দ্যা মডার্ন ক্লাসরুম’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে ব্লেনডেড লার্নিং পদ্ধতির সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন সরকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল অংশীজনের সম্মিলিত উদ্যোগ।

কর্মশালায় সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। কর্মশালায় ‘মিশ্র শিক্ষণ পদ্ধতি’-এর প্রয়োগ ও কৌশলসহ বিভিন্ন বিষয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর স্কুল অব বিজসেনের ডিন এবং আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোস্তফা মাহমুদ হাসান। উক্ত কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ এবং ড. মোঃ আব্দুর রকিব উপস্থিত ছিলেন।
এমআর/সবা