তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটি সম্ভবত চমক দেখতে পছন্দ করে। কিন্তু সেই চমক দেখাতে গিয়ে তারা কেন যেন সবকিছু তালগোল পাকিয়ে ফেলে! এই যেমন আজ শনিবার (১২ জুলাই) নিজেদের নির্ধারিত সভাটি বাফুফে ভবনে না করে করেছে ঢাকার বেরাইতে অবস্থিত ফর্টিস ফুটবল ক্লাবে। সেখানে তারা আড়াই ঘণ্টার ‘ম্যারাথন মিটিং’ করেও কোচ এবং ম্যাচ নিয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত নিতে পারেনি! আর একে ফুটবলবোদ্ধারা বলছেন ‘অশ্বডিম্ব প্রসব’!
আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এই আসরকে ঘিরে যেখানে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে, আর সেখানে কিনা বাংলাদেশ এখনো কোচই ঠিক করতে পারেনি! হ্যাঁ, বিস্ময়কর হলেও এটাই সত্যি।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফিফা উইন্ডো। ওই সময়ে জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা স্বভাবতই সিনিয়র দল নিয়ে ব্যস্ত থাকবেন। ফলে অনূর্ধ-২৩ দলের কোচ হবেন অন্য কেউ। তবে মুশকিল হচ্ছে, নতুন নিয়ম অনুযায়ী এই দলের হেড কোচ হতে এএফসি প্রো লাইসেন্স ছাড়া চলবে না। দেশিদের মধ্যে এই সনদ রয়েছে মারুফুল হক, সাইফুল বারী টিটু, জুলফিকার মাহমুদ মিন্টু, মাসুদ পারভেজ কায়সার ও জাকারিয়া বাবুর। আরও মুশকিল হচ্ছে-এদের তিন জনই অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব নিতে অনাগ্রহী। ফলে কোচ নিয়ে ঝামেলাতেই পড়েছে দেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে।
এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইয়ে এবার বাংলাদেশের ভালো ফল করার সম্ভাবনা আছে। ভালো রেজাল্টের জন্য আগস্টে এক বা একাধিক অ্যাওয়ে ম্যাচ খেলানোর পরিকল্পনা আছে বাফুফের। গতকালের দীর্ঘ সভায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প দেশে ফর্টিসে নাকি বিদেশে হবে, সেটা নিয়েও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি তাবিথরা!
নেপাল ফুটবল ফেডারেশন ৬ ও ৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বলে ঘোষণা দিয়েছিল। আজকের সভায় সেই ম্যাচ নিয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেননি বিাফুফের নির্বাহী কমিটি।
গত ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকায় বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে হেরেছিল। সেই ম্যাচ নিয়ে জাতীয় দল কমিটির সদস্য এক সাবেক তারকা ফুটবলার বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেছিলেন। কমিটির সদস্য ও জাতীয় দলের ম্যানেজার আমের খান কিছু বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন। কোচ না থাকায় অনেক বিষয়ে পূর্ণাঙ্গ উত্তর কিংবা ব্যাখ্যা পাওয়া যায়নি।
সব মিলিয়ে বলা যায় ফর্টিসে অনুষ্ঠিত বাফুফের ম্যারাথন মিটিংয়ের ফল হচ্ছে ‘অশ্বডিম্ব প্রসব’!
আরকে/সবা

























