নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১২ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত সোনারগা সংঘের আয়োজনে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. লুতফর কবিরের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিদ্দিক জোবায়ের সিনিয়র সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রনালয়।
প্রধান অতিথি সিদ্দিক জোবায়ের বলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। তাই প্রাথমিক বিদ্যালয় থেকে কাজ শুরু করতে হবে। আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে, এবছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কোন অতিরিক্ত (গ্রেস) নাম্বার দিব না। এ বছর অতিরিক্ত নাম্বার না দেয়ার কারনে আমাদের এসএসসির ফলাফলের এ অবস্থা। তাই আমাদের এ ধারা অব্যাহত রাখতে হবে। শিক্ষার্থী, শিক্ষক ও অবকাঠামোর এই তিনটি হচ্ছে মূল। মান সম্মত শিক্ষা ঠিক রাখতে হলে অবকাঠামো ঠিক রাখতে হবে।
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক ড. শায়লা নাসরিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নুরে আলম অধ্যক্ষ ডেমরা কলেজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।
সাবেক অতিরিক্ত সচিব শেখ মোহাম্মদ বিল্লাল হোসাইন বলেন, সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে ওয়ার্কসপ ও মতবিনিময় করেছি এ কারনে যে, সোনারগাঁয়ের প্রাথমিক বিদ্যালয়ের কি কি সমস্যাগুলো রয়েছে তা নির্দিষ্ট করার জন্য। এখানে ঝড়ে পড়া রোধ করতে হবে, শিক্ষার্থীরা কেন ঝড়ে যায় তা খুঁজে বের করতে হবে।
প্রধান শিক্ষকদের মধ্য থেকে নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাসেদুল ইসলাম ও ভট্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন।
সোনারগাঁয়ের ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও সোনারগাঁ সংঘের বিভিন্ন কর্মকর্তা, সদস্য এ মতবিনিময় ও কর্মশালায় উপস্থিত ছিলেন।
এমআর/সবা
শিরোনাম
সোনারগাঁয়ে সিনিয়র শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের
মান সম্মত শিক্ষা ঠিক রাখতে হলে অবকাঠামো ঠিক রাখতে হবে
-
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় : ০৭:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- ।
- 156
জনপ্রিয় সংবাদ
























